ভাড়ায় স্বামী এনেছিলেন রাখি!

বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মাঝেমধ্যে নতুন নতুন ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসেন তিনি। কয়েক বছর ধরেই রাখির বিয়ে নিয়ে রহস্যের জমাট বেঁধেছে। সম্প্রতি বিগ বসের ঘরে স্বামী রীতেশকে নিয়ে আসেন তিনি।

তবে এই কাণ্ডকে একেবারেই বিশ্বাস করতে চাইছেন না সঞ্চালক সালমান খান। তার ভাষ্য, এটি রাখির আসল স্বামী নয়। এবার স্বামী ভাড়া করে আলোচনায় বলিউডের এই ড্রামা কুইন!

শোয়ের মাঝেই সালমান রাখিকে বলেন, এটা কি তোমার সত্যিকারের স্বামী, নাকি ভাড়া করে এনেছ! রাখি অবশ্য সালমানের এই মন্তব্যের কোনো উত্তর দেননি। উত্তর দেন রীতেশই।

তিনি বলেন, আমার স্ত্রী রাখি কখনও মিথ্যা কথা বলে না। আমি ওকে সবার সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত সমস্যা ছিল তাই রাখিকে অপেক্ষা করতে বলেছিলাম।

বিগবসে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রাখি সাওয়ান্তের স্বামী রীতেশ। রাখিকে সঙ্গে নিয়ে নানা ভঙ্গিমায় ছবিও তোলেন তিনি।

কিন্তু ধোঁয়াশা কাটে না। রাখির স্বামীকে নিয়ে সালমান খানের মতো সন্দেহ প্রকাশ করেছেন বিগবসের দর্শকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা রাখিকে কটাক্ষ করে নানা মন্তব্যও করছেন। সবার একই কথা, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন। অনেকের মতে টিআরপি তোলার জন্যই নাকি এই পন্থা অবলম্বন করা হয়েছে।

এর আগে ‘বিগ বস ১৪’-এর ঘরে হাজির হন রাখি সাওয়ান্ত। সেখানে বিয়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন বলিউডের মির্চি গার্ল। স্বামী রীতেশের প্রথম স্ত্রী ও সন্তানের জীবন নষ্ট করতে পারবেন না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

তখন রাখি জানিয়েছিলেন, ‘আমার জন্য রীতেশের প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তান তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, এটা কখনোই মেনে নিতে পারব না। সে কারণেই আমি রীতেশের সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে যেতে চাই।’

তিনি আরও জানিয়েছিলেন, বিয়ের দিন রাখি রীতেশের প্রথম বিয়ের কথা জানতে পারেন। স্বামীর প্রথম পক্ষের স্ত্রী এবং এক সন্তান রয়েছে, এই কথাগুলো তিনি কোনভাবেই কাউকে বলতে পারেননি।

যদিও এবার তার ধৈর্যচ্যুতি হয়েছে। আর তাই রীতেশের সঙ্গে বিয়ে ভেঙে বেরিয়ে যেতে চান বলে স্পষ্ট জানিয়েছিলেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০১৯ এর ২৮ জুলাই মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বিয়ের পিঁড়িতে বসেন রাখি ও রীতেশ। সেসময় বিয়ের সাজে রাখির ছবি ভাইরাল হলেও তার স্বামীর ছবি কোথাও পাওয়া যায়নি।

বিয়ের দেড় বছর পর স্বামীর পরিচয় প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। জানা যায়, ট্রল হওয়ার ভয়ে স্বামীর পরিচয় গোপন রেখেছিলেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *