ভারতের সর্বকালের সেরা একাদশে নেই কোহলি, নেটপাড়ায় কঠিন সমালোচনায় উত্তাল ক্রিকেটপাড়া

ক্রিকেট ভক্তদেরকে রীতিমতো অবাক করেছে এমন কান্ডে। আইসল্যান্ড ক্রিকেট ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্রিকেট টিম বেছে নিয়েছে। তবে সেই প্রথম একাদশ নেই বিরাট কোহলির নাম।তাঁকে দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে রাখা হয়েছে। আর যা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা শোরগোল এমনকি কঠিন সমালোচনায় উত্তাল ভারতীয় গনমাধ্যম।

ভারতের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলিকে প্রথম একাদশে না রাখা হলেও, টেস্ট দলের প্রথম একাদশে রাখা হয়েছে বিজয় হাজারেকে। যা আরো আলোচনা বাড়িয়ে দিয়েছে।

আইসল্যান্ড ক্রিকেটের তরফে যে একাদশ বেছে নেওয়া হয়েছে তাতে রয়েছে সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকর, বিজয় হাজারে, মহেন্দ্র সিং ধোনির সাথে আরো আছেন অলরাউন্ডার হিসেবে কপিল দেব।

রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে রাখা হয়েছে দুই স্পিনার হিসেবে। আর জাভাগাল শ্রীনাথ এবং জসপ্রীত বুমরাহ দুই পেসারকে রেখে দল তৈরি করা হয়েছে।

তবে শ্রীনাথকে ভারতের সর্বকালের সেরা টেস্ট দলে রাখা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। শ্রীনাথের চেয়ে নেটিজেনরা মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে এগিয়ে রাখছেন।

এদিকে মজার বিষয় হল, কোহলিকে দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে রাখা হয়েছে। ১৩ নম্বর প্লেয়ার হিসেবে রাখা হয়েছে চন্দ্রশেখরকে। রবীন্দ্র জাদেজাকে ১৪ নম্বর প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। ১৫ নম্বর প্লেয়ার হিসেবে রয়েছেন জাহির খান। ১৬ এবং ১৭ নম্বরে রাখা হয়েছে যথাক্রমে ভিভিএস লক্ষ্মণ এবং হরভজন সিং-কে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *