ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে এখন ঘোর বসন্ত। কার্তিক-সারা মনেও কি নতুন বসন্তের ছোঁয়া? পুরোনো প্রেম কি ফের জোড়া লাগল? গত কয়েকদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বলিউডে! প্রেমের সপ্তাহে কার্তিক-সারার ‘রোম্যান্টিক’ ছবি ফাঁস হয় সোশ্যালে।
নেটমাধ্যমে ফাঁস হওয়া সেই ছবিতে পরস্পরের দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকতে দেখা যায় দুজনকে। চোখে চোখ, মুখে হাসি- কে বলবে তাঁদের ব্রেক-আপ হয়ে গিয়েছে! সত্য়ি কি কার্তিকের জীবনে সারা অতীত? নাকি ‘সারা কা সারা সচ’ অন্যকিছু! কার্তিক আরিয়ানের প্রেমচর্চা নতুন নয়।
কৃতি শ্যানন থেকে সারা আলি খান, নুসরত ভারুচা, বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। তবে কার্তিক-সারা যে সত্যিই সম্পর্কে ছিলেন তা ফাঁস করে দেন করণ জোহর। সেই নিয়ে হইচই কম হয়নি। ‘লাভ আজ কাল’ ছবির সেটে শুরুর প্রেম কাহিনির স্থায়ীত্ব বেশিদিন না হলেও সদ্যই উদয়পুরে জুটিকে একফ্রেমে দেখে হাজারো প্রশ্ন অনুরাগীদের।
রিয়েলে না হলেও তবে কি রিলে ফের একসঙ্গে ধরা দিচ্ছেন দুজনে? যাবতীয় জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুলেছেন কার্তিক। নিজ ভঙ্গিতে ওই ভাইরাল ছবি নিয়ে জবাব দিয়েছেন কার্তিক। অভিনেতার কথায়, ‘আমরা একই সময়ে উদয়পুরে ছিলাম। তাই দেখা হয়ে গিয়েছিল। তখন অনেকেই আমাদের দু’জনের ছবি তুলেছিলেন। আমি অবাক হচ্ছি এটা দেখে যে, মাত্র একটা-দু’টো ছবিই ভাইরাল হয়েছে’। মজার ছলেই এই জবাব দিলেন কার্তিক।