নেটিজেনরা এখন ‘কাঁচা বাদাম’নিয়ে মেতে রয়েছে। বীরভূমের ভুবন বাদ্যকারের এই গানকে নিয়ে যেমন ভাবে পেরেছে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েছে। তবে ভুবন বাদ্যকার কিন্তু কাঁচা বাদামেই আটকে নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তাঁর নতুন গান, ‘আমি বাদাম বেচে খাই’।
এই গান প্রকাশ্যে এসেছে বাংলার জনপ্রিয় ইউটিউবের স্যান্ডি সাহার হাত ধরে। নাইটি পরে স্যান্ডি পৌঁছে গেছিলেন বাদাম কাকুর ভিটেই। সেখান থেকে অলরেডি তিনি ছবি ও ভিডিও শেয়ার করে বলেছিলেন।
আজ থেকে আমি তোমাদের বাদাম কাকিমা’। আর সেখানে গিয়েই তিনি রেকর্ড করলেন বাদাম কাকুর নতুন গান। আর তারপর তা নেটিজেনদের সঙ্গে শেয়ার করে নিলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলার মাধ্যমে।
যদিও স্যান্ডি সেই ভিডিও শেয়ার করার পর থেকেই আরও অনেকেই সেই ভিডিও নিজের নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করছেন। আর তা ছড়িয়ে পড়ছে সর্বত্র। স্যান্ডি গান শুরু হওয়ার প্রথমেই এই গানটাকেও ভাইরাল করতে হবে।
https://fb.watch/9KNWXsAISn/
সবাই বেশি বেশি করে শেয়ার করে। তবে ‘কাঁচা বাদাম’ এর মতো এই গানটিও জনপ্রিয়তা পাবে কিনা তা সময় বলবে। এখন আপাতত আপনিও এই গানের মজা নিন