বাংলা সিনেমা তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। বাংলার অসংখ্য তরুণের কাছে এককথায় বং ক্রাশ তিনি। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই টলি সুন্দরীর রূপের জেল্লা যেন দিনে দিনে বেড়েই চলেছে। আগামী ১২মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ঋতাভরী অভিনীত সিনেমা ‘ফাটাফাটি’।
সকলেই জানেন গত দু’আড়াই বছরে অভিনেত্রীর শরীরে বিরাট পরিবর্তন এসেছে। কখনও শারীরিক অসুস্থতার জন্য সার্জারির পর বেড়েছে ওজন। আবার কখনও সিনেমার জন্য স্বেচ্ছায় বাড়িয়েছেন ওজন। তবে স্লিম থেকে প্লাস সাইজ হওয়ার এই সফরে অভিনেত্রীকে একসময় তুমুল ট্রোলড করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও সেসব পাত্তা না দিয়েই নিজের কাজটাই মন দিয়ে করেছেন অভিনেত্রী।
রবিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করেছিলেন তাঁর এই গোটা সফরের ঝলক। সেই সাথে একটা দীর্ঘ ক্যাপশনে উজাড় করে দিয়েছেন মনের জমানো কথা। সরব হয়েছেন যদি শেমিংয়ের বিরুদ্ধেও। এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় ঋতাভরী শুরুতেই জানিয়েছেন গতকাল তাঁর আসন্ন সিনেমা ‘ফাটফাটি’র গান ‘জানি অকারণ’ মুক্তি পেয়েছে।
তারপরেই অভিনেত্রী লিখেছেন ‘এই প্রথমবার আমি একটি বিশাল বড় শারীরিক বদলের মধ্যে দিয়ে গেলাম।আমার সার্জারির পর আমার প্রায় ৭ কিলো ওজন বেড়ে গিয়েছিল’। সেসময় চিকিৎসকের পরামর্শেই দীর্ঘ ৬ মাস শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী। যার সেসময় পরপর দুটো ছবির আফার পেয়েছিলেন তিনি।
বারবার ঋতাভরীর পাশে দাঁড়িয়েছেন তাঁর দিদি চিত্রাঙ্গদা । এবারেও তিনি বোনের প্রশংসা করলেন ‘আনস্টপেবল ফায়ারক্র্যাকার’ বলে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বডি শেমিং-এর বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘ফাটাফাটি’।
Leave a Reply