মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চা চলে।
অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরে নেটমহলের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
শারীরিক ফিটনেস নিয়ে বেশ সচেতন অভিনেত্রী, সেকথা অজানা নয় কারোরই। প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন মালাইকা। তার একাধিক ঝলক প্রায়ই মেলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। অবশ্য সেকথা তার ফিগার ও ফিটনেস দেখেই স্পষ্ট সকলের কাছে।
তবে সম্প্রতি অভিনেত্রী নিজের সাম্প্রতিক শুটিং লুককে কেন্দ্র করে চর্চার আলোতে উঠে এসেছেন। কটাক্ষের শিকারও হয়েছেন নেটজনতার একাংশের মাঝে। বুড়ির তকমাও জুটেছে তার কপালে।