সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন মোনালিসা৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তাঁর প্রতিটি ছবি বিদ্যুতের গতিতে আছড়ে পড়ে, যা নিমেষেই সুপার ভাইরাল হয় ৷
সম্প্রতি রাত্রি কে যাত্রী ২-এর ফটো শ্যুট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷
মোনালিসা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়, প্রতিদিনই নানান ধরনের ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন৷
সম্প্রতি শেয়ার করা একটি ছবিতে তুমুল হট দেখতে লাগছে মোনালিসাকে, যা রীতিমত ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। লাল শাড়ি ও অফ শোল্ডার ব্লাউজের মধ্যে দিয়ে ঝরে পড়ছে আগুন৷
খোলা চুলে যেন ৪৪০ ভোল্ট ছুঁলেই লাগবে জোর ঝটকা৷ যদিও বাইরে থেকে মনে হবে যে তিনি ব্লাউজ পরতে ভুলে গিয়েছেন ৷
বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মোনালিসার এই হট এবং সেক্সি ছবিটি।
তাঁর সোশ্যাল মিডিয়া পেজে মিলিয়ান মিলিয়ান ভিউয়ার রয়েছে। প্রতিটি আপলোডই নিমেষেই ভাইরাল হয়৷ রাত্রি কে যাত্রী ২-তে মোনালিসা জেসমিনের ভূমিকায় অভিনয় করছেন।
বাংলা, ভোজপুরী ছাড়াও অন্য ভাষাতেও অভিনয় করেছেন মোনালিসা ৷ শুধু অভিনয় নয়, পাশাপাশি দুপুর ঠাকুরপোর ঝুমা বউদি কিন্তু নাচও জানেন ৷
Leave a Reply