ব্রা আর গোলাপি শর্টস, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছেন দিশা পাটানি।

পরনে স্পোর্টস ব্রা আর গোলাপি শর্টস, আইফোন হাতে মিরর সেলফি তুলছেন বলি নায়িকা। তাঁর মুখ ঢেকে রয়েছে, তবে এই টোনড অ্যাবস আর সেক্সি ফিগারই যথেষ্ট তাঁর পরিচয় জানবার জন্য। ইনি আর কেউ নন, অভিনেত্রী দিশা পাটানি।

অভিনেত্রী হওয়ার পাশাপাশি বরবারই সোশ্যাল মিডিয়া সেনসেশন দিশা পাটানি। সাহসী পোশাকে ছবি পোস্ট করে কখনোই পিছপা হন না
খোলামেলা পোশাকে ছবি পোস্ট করতে খুবই স্বছন্দ এই নায়িকা। তাঁর সেক্সি ফিগারের প্রশংসা হামেশাই করেন ভক্তরা। দিশার সাম্প্রতিকতম মিরর সেলফি ভিডিয়ো দেখে নিজেকে সামলাতে পারেননি বয়ফ্রেন্ড টাইগার শ্রফও।

খোলামেলা পোশাকে ছবি পোস্ট করতে খুবই স্বছন্দ এই নায়িকা। তাঁর সেক্সি ফিগারের প্রশংসা হামেশাই করেন ভক্তরা। দিশার সাম্প্রতিকতম মিরর সেলফি ভিডিয়ো দেখে নিজেকে সামলাতে পারেননি বয়ফ্রেন্ড টাইগার শ্রফও।

দিশার ছবিতে ‘ফায়ার’ ইমোজি জুড়ে দিয়েছেন টাইগার, অন্যদিকে অভিনেতার বোন কৃষ্ণা শ্রফ লেখেন- ‘উফ,গড ড্যাম’। হট লুকে হামেশাই ভক্তদের ঘায়েল করেন দিশা। টাইগারের সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক বলিউডের ওপন সিক্রেট। একসঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপে ছুটে যান দুজনে, সোশ্যাল মিডিয়াতেও চলে তাঁদের মাখামাখি, কিন্তু প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে না-রাজ।

হট লুকে হামেশাই ভক্তদের ঘায়েল করেন দিশা। টাইগারের সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক বলিউডের ওপন সিক্রেট। একসঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপে ছুটে যান দুজনে, সোশ্যাল মিডিয়াতেও চলে তাঁদের মাখামাখি, কিন্তু প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে না-রাজ।

টাইগার-দিশার সম্পর্ক নিয়ে সবটাই জানে দুজনের পরিবারও। দিশার সঙ্গে টাইগারের দিদি এবং মায়ের সম্পর্ক খুবই মধুর। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8টাইগার-দিশার সম্পর্ক নিয়ে সবটাই জানে দুজনের পরিবারও। দিশার সঙ্গে টাইগারের দিদি এবং মায়ের সম্পর্ক খুবই মধুর।

কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেও ছুটি কাটাতে দারুণ ভালোবাসেন দিশা। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। সমুদ্র তাঁর বিশেষ পছন্দের। মাস কয়েক আগেই টাইগারের সঙ্গে মলদ্বীপ ঘুরে এসেছেন তিনি। এখনও সময়ে সময়ে মলদ্বীপের ছবি পোস্ট করে থাকেন ইনস্টাগ্রামে।

অভিনেত্রীর শেষ বক্স অফিস রিলিজ ছিল ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সেখানে সলমন খানের নায়িকা হিসাবে দেখা গিয়েছে দিশাকে। আগামিতে ‘এক ভিলেন ২’ ছবিতে দেখা যাবে টাইগারের বান্ধবীকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *