বলিউডে গুটি কয়েক মানুষই নিজের জায়গা পাকাপোক্ত করতে পেরেছেন। বঙ্গতনয়া মৌনি রায় এখন পাকাপাকিভাবে মুম্বাইয়ের বাসিন্দা। ৩৭ বছরের মৌনি ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সম্প্রতি মৌনীর বোল্ড আমেজে মজে আছেন সকলে। ছুটির মুডে দেখতে পাওয়া যাচ্ছে মৌনিকে। সেখানেই এবার বিকিনি লুকে কার্যত কয়েকগুন উষ্ণতা বাড়ালেন তিনি।
সম্প্রতি নায়িকাকে ফ্লোরিডা বিচে ছুটি কাটাতে দেখা গেল। মাল্টি কালার বিকিনিতে সুপারহিট তিনি। একসাথে অনেক গুলি ফটো ও ভিডিও আপলোড করেছেন। যেখানে মৌনীর শরীর সম্পূর্ণ ভিজে। বক্ষ বিভাজকা সম্পূর্ণ উন্মুক্ত সাথেই শরীরের জেল্লা যেন আলোর ছটার মতোই ফটোর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে বিকিনিতে নীল জলের মধ্যে থেকে হেঁটে হেঁটে উঠে আসছে মৌনি। জলের মধ্যেই তাঁর শরীরের আগুনে যেন সবাই পিছু হটেছে। এমন চরম ব্যক্তিগত মুহূর্ত তুলে ধরলেন অভিনেত্রী যা দেখে কার্যত হাঁ হয়ে গেছেন সকলে।
কোনো ফটোতে হাত দুটি উপরে তুলে তো কোনো ফটোতে আবার নিজের সুঠাম ফিগারের দর্শন করিয়েছে। চোখে সানগ্লাস, নো মেকআপ লুকে কার্যত নিমেষেই সবার মনে ঝড় তুলে দিয়েছেন।
এখনও পর্যন্ত ফটো কিংবা ভিডিওতে লাখ লাখ ভিউজ ছাড়িয়ে গেছে। তার সাথেই সবাই কার্যত ‘হট’ ও ‘সেক্সি’ কমেন্ট করেছেন। কাজের কথা বলতে গেলে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শেষবারের জন্য অভিনয় করেছেন মৌনি। যেখানে মুখ্য ভিলেনের চরিত্রে তাঁকেই দেখতে পেয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন। পরবর্তীতে ‘দ্য ভার্জিন ট্রি’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন মৌনি। যেখানে তার বিপরীতে থাকবেন সঞ্জয় দত্ত।
Leave a Reply