২০২১-এর শুরু থেকেই টলিপাড়ায় বসন্তের আমেজ। তবে, বছরের শেষে খেল দেখালেন টলিউডের এই লাভ বার্ডস অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । বছরের শুরুতেই নতুন ফ্ল্যাট কিনেছেন তাঁরা। আর বছরের শেষে এসে বিয়ে করে ফেললেন!
এতদিনের ভক্তদের অপেক্ষা কি সত্যই শেষ হল তাহলে! তবে ঘটনাটা খুলেই বলা যাক, সম্প্রতি হয়ে গেল অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির দ্বিতীয় ছবি ‘লাভ ম্যারেজ’-এর শুটিং। সেখানেই চলছিল তাঁদের বিয়ের দৃশ্য। বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।
দর্শকদের সেই চিন্তা হয়তো শেষ হল এইভাবে। এই ছবিতে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রণজিৎ মল্লিক এবং অপরাজিতা আঢ্য। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন, প্রেমেন্দু বিকাশ চাকী। 3
একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে অঙ্কুশকে এই ছবির বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে তিনি প্রথমেই বলেন, “আমাদের দুজনের বিয়ের কোনও দৃশ্যের ছবি দেখলেই আত্মীয়রা বলে ওঠেন চুপি চুপি বিয়ে করে নিয়েছি। তবে ঐন্দ্রিলার সঙ্গে এরকম বোঝাপড়া আমার অনেকদিন আগে থেকেই।”
আরও বললেন, “এই ছবিটা একটু অন্য ধরনের বানানো হচ্ছে। আমাদের অনেক বড় পরিবার। সেখানে নায়ক তাঁর বাবার দাপটে রীতিমতন তটস্থ হয়ে থাকে।” এদিকে পরিচালক বললেন, “বহুদিন ধরে নায়ক-নায়িকার প্রেমের এক টানাপোড়েনের পর শেষমেশ বিয়ে হচ্ছে তাঁদের।” ভিডিওটির গোটা দৃশ্যে শুধুই অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের শুটিং দেখানো হচ্ছে।
তবে ঐন্দ্রিলার কথায়, তাঁরা কেউ বিয়েতে ইন্টারেস্টেড নয়, পরিচালক জোর করে বিয়ে দিচ্ছে তাই বিয়েটা করতে হচ্ছে। এই ছবিতে নায়িকার মা হয়েছেন অপরাজিতা আঢ্য।
তিনি এই ছবির বিষয়ে জানিয়েছেন, “তিনি মেয়েকে খুব সুন্দরভাবে মানুষ করেছেন, তাই মেয়ের পছন্দই মায়ের পছন্দ।” অন্যদিকে রঞ্জিত মল্লিক জানালেন, “এই ছবিতে সবার সঙ্গে কাজ করতে পেরে তিনি খুব খুশি।” এই শুটিংয়ের ভিডিওটি tolly focus kolkata নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে।