‘বেঁটে বর’ রুশা-অনুরণের রিসেপশনের ছবি ঘিরেও নেটমাধ্যমে ট্রোলিং জারি!

রুশার বিয়ের ছবি প্রকাশ্যে আসবার পর বরের উচ্চতা নিয়ে কুৎসিত ট্রোলিং-এর মুখে পড়েছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। রিসেপশনের ছবি ঘিরেও একই প্রতিক্রিয়া নেটপাড়ার। অনুরণের বাহুডোরে রুশার মিষ্টি ছবি ঘিরে ট্রোলারদের কটূক্তির শেষ নেই!

কেউ লিখেছেন, দুইজনের মধ্যে কোনও রসায়ন চোখে পড়ছে না, কেউ আবার লিখেছেন- বউ লম্বা আর বর বেঁটে, বেমানান জুটি একদম। অনেকে তো এমনটাও লিখেছেন, ‘রুশার ভাই লাগছে, বাচ্চা ছেলেকে বিয়ে করে নিল’।

তবে ট্রোলাররা যাই বলুক না, রুশার রিসেপশনের লুক কিন্তু নজরকাড়া। ছোটপর্দার ‘ঊষসী’ এদিন এমব্রয়ডারি করা সাদা লেহেঙ্গায় ধরা দিলেন। হাতে শাঁখা-পলা, সিঁথিতে চওড়া সিঁদুর, হীরের গয়নায় একদম ঝলমলে সাজে রুশা। ঠিক যেন রাজরানি!

রুশার বরকে ঘিরে কটাক্ষ করা হলেও তাঁর পরিচয় কিন্তু চমকে দেবে। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুরণ রায়চৌধুরী চাকরি করেন মাইক্রোসফটে। সিয়াটেলে মাইক্রোসফটের হেডঅফিস, সেখানেই কর্মরত তিনি। আমেরিকা নিবাসী অনুরণের সঙ্গে সেদেশেই সংসার পাতবেন রুশা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *