বলিউডের ‘স্টার ওয়াইফ’ বললে যার নাম প্রথম মাথায় আসবে তিনি গৌরী খান। হামেশাই সংবাদ শিরোনামে থাকেন শাহরুখ-পত্নী। তাঁর গ্ল্যামারাস লাইফস্টাইল ঘিরে চর্চার শেষ নেই। তবে পান থেকে চুন খসলে ট্রোলিং-এর মুখে পড়তে হয় কিং খান ঘরণীকেও। নিজের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্টের জেরে এবার তোপের মুখে গৌরী খান। রেডিট ইউজারদের দাবি ইনস্টায় নিজের ছবিকে আকর্ষণীয় করে তুলতে ছবিটা একটু বেশিই ফটোশপ করে ফেলেছেন গৌরী।
সদ্য দুবাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌরী। সেই ছবি পোস্টও করেছিলেন ইনস্টাগ্রামে। Getty ইমেজের তরফেও পোস্ট করা হয়েছে গৌরীর ওই ছবি। দুটো ছবিকে পাশাপাশি রাখলে পার্থক্য় বেশ বোঝা যাচ্ছে। দুই ছবিতে গৌরীকে দু-রকম লাগছে।
ইনস্টায় গৌরী যে ছবি পোস্ট করেছেন, সেখানে শাহরুখ-পত্নীর গায়ের রং অনেক ফর্সা, ত্বক জেল্লাদার, চোখগুলো বেশ বড় এবং চোখের রং গাঢ় দেখাচ্ছে। রেডিটে ওই ছবি পোস্ট করে প্রশ্ন, ‘সেলেবদের কী দরকার নিজের ছবিকে আরও সুন্দর করে ছবি সম্পাদনা করার?’
অনেকেই গৌরীর এই কাণ্ডের সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, ‘বুড়ি বয়সে ছুঁড়ি সাজার চেষ্টা করছে’। আবার অপর এক নেটিজেন লেখেন, ‘এঁরা ভগবানের দেওয়া রূপ-রঙে সন্তুষ্ট নয়’। যদিও গৌরী ভক্তরা তাঁদের প্রিয় তারকার হয়ে সমালোচকদের জবাব দিয়েছেন। তাঁদের কথায়, ‘সবাই নিজেদের ছবিতে ফিল্টার ব্যবহার করে, সবাই ছবি এডিট করে, এটা স্বাভাবিক ব্যাপার’।
শাহরুখ খান ঘরণী হওয়ার পাশাপাশি গৌরী খানের একটি পরিচয় রয়েছে, দেশের অন্যতম প্রতিষ্ঠিত অন্দরসজ্জা শিল্পী তিনি। নামীদামী তারকা, শিল্পপতিদের ঘর, অফিসের ইন্টিরিয়ার ডিজাইন করেন গৌরী। সদ্যই শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির বাড়ি নিজের হাতে সাজিয়ে দিয়েছেন গৌরী খান।