পায়েল সরকার ৷ সিনেমায় কম দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় আজকাল বেশ অ্যাক্টিভ তিনি৷ পায়েলের হত ফটোশ্যুট এখন ‘টক অফ দ্য টাউন’। একের পর এক ফটোশ্যুটে ঝড় তুলছেন পায়েল৷ যা দেখে নেটিজেনদের উথাল্পাথাল অবস্থা৷ পায়েল গোপনে গোপনে সেটা জেনেও ফেলেছেন, তাই তো সপ্তাহ ঘুরতে না ঘুরতে নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন ৷
টলিউডের প্রথম সারির নায়িকা পায়েলকে সম্প্রতি ‘হইচই’-এর ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে। রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবিতেও দেখা গিয়েছে পায়েলকে।
এ দিন পায়েক দেখা দিয়েছেন একেবারে অন্য রূপে। ফিনফিনে অন্তর্বাসের ওপর বোতাম খোলা বাদামি ওভারকোট। তাতে উপচে পড়ছে যৌবন । উন্মুক্ত উরু যেন আরও উত্তাপ বাড়িয়েছে। ছবিটি নিমেষে হাজার হাজার অনুরাগীদের নজর কেড়েছ।
ছবি দেখে মনে হচ্ছে মাঝরাস্তায় গাড়ি থেকে হঠাৎ নেমে পড়েছেন টলি অভিনেত্রী। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
টলিউডের প্রথম সারির নায়িকাদের অন্যতম পায়েল সরকার। পায়েলের বয়স যত বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর গ্ল্যামার। লকডাউনে বাড়িতে থেকে তা যেন মাত্রা ছাড়িয়েছে।
অভিজিৎ গুহর ‘শুধু তুমি’ ছবি দিয়ে বাংলা ছবিতে কাজ শুরু করেছিলেন অবিনেত্রী পায়েল সরকার। তবে পায়েল জনপ্রিয় হয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’, ‘আই লভ ইউ’, ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ ছবিতে। তারপরে আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি।
৩৬-র পায়েল এখনও অবিবাহিতা। টলিউডে কান পাতলে একাধিক গুঞ্জন শোনা যায়। অনেকগুলো প্রেম হলেও তা ছাদনাতলা পর্যন্ত গড়ায়নি, এ কথা সকলের জানা। তবে সম্প্রতি তাঁর নামে কোনও সম্পর্কের গুচ্ছন শোনা যাচ্ছেনা।
তবে পুরুষ সঙ্গী থাকুক আর না থাকুক পায়েলের গ্ল্যামার দিন দিন বাড়ছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখলে পাগল হয়ে ওঠে পুরুষ হৃদয়। ঝড় ওঠে পোস্টের কমেন্টে। এ দিনেও তার ব্যাতিক্রম হল না।
Leave a Reply