টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে রাতারাতি নিজের জায়গা পাকা করে নিয়েছেন ইশা সাহা।
ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথচলার শুরু করলেও ‘প্রজাপতি বিস্কুট’ সিনেমা করেই সকলের মন জিতে নিয়েছেন ইশা।
বড় পর্দা তো অনেক হল, এবার বড় পর্দার পাশাপশি ওয়েব সিরিজেও জনপ্রিয়তা বাড়ছে ইশার।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও একের পর এক ফোটোশ্যুটে ঝড় তুলেছেন ইশা। বর্তমানে হট লুকে পুরুষদের ঘুম কাড়ছেন অভিনেত্রী।
অল্প কয়েকদিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী ইশা। বর্তমানে ফোটোশুটে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন টলিপাড়ার ক্যুইন।
শীতের সকালে ইশা সাহার হট মুভসে কাঁপছে গোটা টলিপাড়া। নিজের ইনস্টা-ফোটোশুটের রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বঙ্গতনয়া। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে লাস্যময়ীর এই হট ছবি।
সাদা বিছানায় বোতাম খোলা সাদা শার্ট পরে হট পোজে ইশাকে লক্ষ্য করা যাচ্ছে।
ব্যোমকেশের সত্যবতীর খোলা চুলের চাহনিতে সকলেই হতবাক। লাইক ও কমেন্টও উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ইশার হট লুক দেখে কুপোকাত নেট পাড়া।
বলে রাখি,সদ্য ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ইশার ছবি ‘ডিটেকটিভ’। অনির্বাণ ভট্টাচার্যের বিপরীতে মিষ্টিমুখের সুন্দরী।
তাঁর মাথা থেকে পা পর্যন্ত আদ্যন্ত রবীন্দ্রনাথের নারী। অপূর্ব মুখশ্রী, হাঁটাচলা আদবকায়দা পুরোটাই রপ্ত করেছেন। ইশার অভিনয় অনেকেরই রাতের ঘুম কেড়ে নিচ্ছেন।
পুরুষের নয়, সমসাময়িক নায়িকাদের। আগে যেসব চরিত্রে অন্যান্য নায়িকাদের কথা ভাবা হত, এখন তাঁরা বাদ পড়ছেন অলক্ষ্যে।
Leave a Reply