জনপ্রিয়তার দিক থেকে দেখতে গেলে একেবারে প্রথম সারিতেই রয়েছেন দেবলীনা কুমার। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ধরে রাখতেও সিদ্ধহস্ত নায়িকা। টলি অভিনেত্রী দেবলীনা কুমারের টোনড ফিগারের ছবি দেখার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভ অভিনেত্রী, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বদাই নিজের মতো করে থাকতেই পছন্দ করেন দেবলীনা। আর তা নিয়েই শুরু হয় চর্চা । তবে সমালোচনাকেও মোটেই পাত্তা দেন না। স্পষ্ট ভাষায় কথা বলতে তিনি যে ভীষণ পছন্দ করেন, তা সকলেরই জানা।
টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটির তালিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। ২০২০ সালেই অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বেঁধেছেন টলি অভিনেত্রী দেবলীনা । নিজের প্রতিটা মুহুর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন দেবলীনা। সাইক্লিং হোক বা বিদেশে ঘুরতে যাওয়া, হামেশাই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে থাকেন দেবলীনা। তেমনই প্রোপোজ ডে-র দিন গৌরবের ভালবাসার কথা জানিয়ে বড়সড় বোমা ফাটালেন নায়িকা।
শহরজুড়ে প্রেমের মরশুম। দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে বিশেষ দিন উৎযাপান। শহরে আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। রোজ ডে, প্রপোজ ডে -র পর চকোলেট ডে-র পালা। আজ হল সেই বিশেষ দিন। নিজের মনের মানুষকে মনের কথা জানানোর পাশাপাশি আজকের দিনে চকোলেট কিন্তু মাস্ট। গৌরবের একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেবলীনা।
যেখানে দেখা যাচ্ছে মন দিয়ে কফি বানাচ্ছেন মহানায়ক উত্তম কুমার নাতি। তবে এত সুন্দর কফিটি নিজের জন্য নয়, বরং স্ত্রী দেবলীনার জন্য ভাল করে কফিটি বানাচ্ছেন অভিনেতা। প্রতিদিন ঠিক এভাবেই সকাল বেলার কফিটি তৈরি করে দেন গৌরব। এই ভিডিও পোস্ট করে দেবলীনা লেখেন-ও প্রোপোজ করতে পারে না, এমনকী সবার সামনে ভালবাসা জাহির করতেও পারে না। ওর ভালবাাসা প্রকাশের ধরনটাই একদম আলাদা। প্রতিদিন এভাবেই বউয়ের জন্য কফি বানায় ও। তবে এটা চাইতে হয় না। এটাই ওর ভালবাসার বহিঃপ্রকাশ।