বিয়ের পর নেচে মাতালেন ‘মিঠাই’-এর সোম-তোর্সার, ভাইরাল ভিডিও

বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হল মিঠাই (Mithai)। গত ৩৪ সপ্তাহ ধরে নিজের স্থান প্রথমে ধরে রেখেছে এই ধারাবাহিক।

বর্তমানে গল্প অনুযায়ী দেখা গিয়েছে, সোমের হাত ধরে পরিবারের বড় বউ ঘরে ঢুকেছে তোর্সা। তোর্সার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তন্বী লাহা রয় এবং সোমের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ধ্রুব সরকার। সম্প্রতি এবারের মিঠাইকে ছেড়ে সোম মগ্ন হয়েছেন তোর্সায়।

ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে মিঠাইকে ছেড়ে এবার তোর্সার সাথে ‘থমকিয়া থমকিয়া’ গানে মেতে উঠেছেন সোম। বর্তমানে এই গানটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই বাদ যাচ্ছেন না এই গানের তালে তালে কোমর দোলাতে।


ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ভিডিওটি অভিনেত্রী তোর্সা নিজেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করে নিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে। খুব সম্ভবত শুটিংয়ের ফাঁকতালেই এই রিল ভিডিওতে মেতেছেন দুজনে। তোর্সার পরনে রয়েছে গোলাপি রঙের শাড়ি, সোম পরে রয়েছে পাজামা ও পাঞ্জাবী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*