বিকিনি ব্লাউজে ক্লিভেজের উষ্ণতায় ছক্কা হাঁকালেন উর্বশী , এই ঠাণ্ডায় ঘাম ঝরল ভক্তদের

ফ্যাশন স্টেটমেন্টে হামেশাই ছক্কা হাঁকাচ্ছেন উর্বশী রাউতেলা। সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাওয়ার্ডে উপস্থিত হয়েছিলেন বলি নায়িকা। হট ফিগারে অভিনেত্রীর কিলার লুকে পাগল হয়েছেন ভক্তরা।

ফ্যাশন স্টেটমেন্ট হোক কিংবা ফিটনেসে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সিদ্ধহস্ত উর্বশী রাউতেলা। হট পোজ, রূপের জাদুতে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও হার মানাতে প্রস্তুত উর্বশী রাউতেলা।

সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাওয়ার্ডে উপস্থিত হয়েছিলেন বলি নায়িকা। হট ফিগারে অভিনেত্রীর কিলার লুকে পাগল হয়েছেন ভক্তরা। হট ফ্যাশনে ভক্তদের পাগল করে দিয়েছেন উর্বশী রাউতেলা। অভিনেত্রীর প্রতিটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল।

গাঢ় সবুজ রঙের শাড়ি পরে নজর কেড়েছেন উর্বশী। বিকিনি কাট ব্লাউজে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। সেক্সি পোজে উর্বশীকে দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। শাড়ির সঙ্গে বড় কানের দুল ও খোলা চুলের অ্যাটিটিউটে পাগল হয়েছেন ভক্তরা।

শরীরী উষ্ণতায় ফের শিরোনামে উঠে এসেছেন উর্বশী রাউতেলা। গর্জিয়াস চোখের চাহনি, অভিনেত্রীর সেক্সি আদায় মুগ্ধ সাইবারবাসী। ঠিকরে বেরোচ্ছে লাস্যময়ীর ভরা যৌবন,কিলার লুকে ভক্তদের পাগল করে দিয়েছেন উর্বশী রাউতেলা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *