কিছুদিন আগেই হট ফটোশুটের মাধ্যমে নেট পাড়ায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী রাইমা সেন।
মুনমুন সেনের মেয়ের পর এবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার মনোকিনি লুকে হট ফটোশুটের মাধ্যমে ঘোষের ক্যামেরায় লেন্সবন্দি হয়ে চরম উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড হতেই তা নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে।
এই ছবিতে মনোকিনির মাঝ বরাবর উন্মুক্ত বক্ষ-বিভাজিকা, উজ্জ্বল হয়ে উঠছে অনাবৃত দুই পায়ের মাঝ বরাবর ট্যাটু।
ছবিটি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা মাত্রই অনুগামীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।
সমুদ্র সৈকতের পারে খোলা চুলে, স্বল্প পোশাকে, সিম্পল মেক-আপে, লাস্যময়ী রূপে মারকাটারি ফিগারে সে’ক্সি লুকে বোল্ডনেসে ভরপুর অভিনেত্রীর এই ছবিটি বহু পুরুষের বুকের ধুকপুকানি বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট।
‘সে’ক্সি’য়েস্ট’ প্রিয়াঙ্কাকে দেখে রীতিমত অবাক নেটিজেনরা। বর্তমানে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে টলিউডে সেরা অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা তৈরি করে নিয়েছেন প্রিয়াঙ্কা।
তবে তথাগত ঘোষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে কেন্দ্র করে একটি গুঞ্জন ইতিমধ্যেই ভেসে এসেছিল টলিপাড়ায় থেকে। কিন্তু এই গুজব প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি এবং তথাগত খুব ভালো বন্ধু এর বেশি অন্য কিছু নয়।
অভিনয় দক্ষতার পাশাপাশি অভিনব স্টাইলের মাধ্যমে বর্তমানে প্রিয়াঙ্কা হয়ে উঠেছেন নেট দুনিয়ার হটকেক। সে’ক্সি এবং বোল্ড লুকে তাঁর বিভিন্ন হট ফটোশুটের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে নিজের ছেলে এবং কাজ নিয়ে সম্পূর্ন একটি আলাদা জগত তৈরি করে নিয়েছেন অভিনেত্রী।
Leave a Reply