বিকিনিতে উন্মুক্ত শরীর মলদ্বীপ থেকে ছবি শেয়ার করলেন দিশা পাটানি

আপাতত মলদ্বীপে টাইগার শ্রফের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী দিশা পাটানি।

দিশা পাটানির হটনেসে কাবু দ্বীপরাষ্ট্র মলদ্বীপ। সোমবার মলদ্বীপ থেকে বিকিনিতে নিজের ছবি পোস্ট করেছেন টাইগার শ্রফের প্রেমিকা।

যা দেখে হতবাক নেটাগরিকরা। নায়িকার ছিপছিপে শরীর, উন্মুক্ত বক্ষ বিভাজিকায় মুগ্ধ তাঁর অনুগামীরা।

ইনস্টাগ্রামে দিশার বিকিনি ফোটোতে এখন লাইক আর কমেন্টের বন্যা। এবারের ভ্যাকেশনে ব্রাউন রঙের ফ্রিঞ্জ বিকিনি বেছেছেন দিশা।

মলদ্বীপের সাদা বালিতে হাঁটু গেড়ে বসে পোজ দিতে দেখা গেল তাঁকে। ছবির ক্যাপশনে দিশা ব্যবহার করেছেন অক্টোপাসের ইমোজি।

ইনস্টা পোস্ট দেখেই বোঝা যাচ্ছে টাইগারের সঙ্গে জমিয়ে সমুদ্র উপভোগ করছেন দিশা। অবশ্য এই প্রথম নয়, এর আগেও বিকিনিতে দেখা গিয়েছে তাঁকে। প্রায়ই সুইমস্যুটে নিজের ওয়েল টোনড বডির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। যা ভাইরাল হয় নিমেষে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*