বাড়িতে থাকলেই নতুন বাচ্চার জন্ম হয় – সাইফ

বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম সইফ আলি খান (Saif Ali Khan) ও কারিনা কাপুর খান। ১৯ নভেম্বর মুক্তি পাবে সইফ আলি খান, রানি মুখোপাধ্যায় অভিনীত বান্টি অউর বাবলি ২( Baunty Aur Babli 2)।

সেই ছবির প্রোমোশনের জন্যে রানি মুখোপাধ্যায়, এই ছবির অন্য দুই অভিনেতা সিদ্ধান্ত চর্তুবেদী ও শর্বরীর সঙ্গে সইফ আসেন কপিশ শর্মা শো-তে ( The Kapil Sharma Show)। সেখানেই সঞ্চালক কপিল তাঁকে জিজ্ঞেস করেন, পর পর তিনি কাজ করেই চলেছেন! প্রথমে তাণ্ডব (Tandav), তারপরই মুক্তি পেল ভূত পুলিশ, এবার আসতে চলেছে Baunty Aur Babli 2।

সইফের একের পর এক কাজ হাতে নেওয়ার কারণ কী? উত্তরে সইফের সটান জবাব, ‘ভয় হয়, বাড়িতে থাকলেই তো আরেকটা বাচ্চার জন্ম হত!’ হাসির রোল ওঠে গোটা সেটে।

করিনা ও সইফের (Saif Ali Khan) প্রথম সন্তান হলেন Taimur Ali Khan Pataudi। চলতি বছরের দ্বিতীয় সন্তানের জন্ম দেন করিনা। এবারও পুত্র সন্তানের জন্ম দেন এই বলি ডিভা। ছেলের নাম রাখেন জেহ। করিনা ও সইফের দ্বিতীয় ছেলে জেহের নাম নিয়ে চলে বিস্তর জলঘোলা। ঠিক যেমনটা হয়েছিল তৈমুরের ক্ষেত্রে।

তবে শুধু জেহ, তৈমুর নন সইফ আলি খানের আরও দুই সন্তান রয়েছে। সইফের প্রথম স্ত্রী অমৃতা ও সইফের সন্তান রয়েছে। তাঁদের সন্তান সারা আলি খান সারা এখন বলিউডের অভিনেত্রী। বিদেশে পড়াশোনা করছেন তাঁদের আরেক সন্তান ইব্রাহিম। দু’জনেই থাকেন মা অমৃতা সিং-এর সঙ্গে। সইফ আলি খানের(Saif Ali Khan) সঙ্গে অমৃতা সিংয়ের যখন বিচ্ছেদ হয়, সারা আলি খানের বয়স তখন মাত্র ৯।


২০০৫ সালে মুক্তি পায় রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন অভিনীত Bunty Aur Babli। সেই বছরের অন্যতম হিট ছবি ছিল ‘বান্টি অউর বাবলি’। ছবির বাজেট ছিল আনুমানিক ১২ কোটি। বক্স অফিসে ছবির কালেকশন হয়েছিল ৬৪ কোটির কাছাকাছি।১০ বছরের সময় পেরিয়ে নতুন প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। তবে এবার ছবিতে থাকবে একজোড়া নতুন বান্টি-বাবলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*