শাড়ির ফাঁকে উন্মুক্ত নাভি! ওড়িয়া গানে ফের একবার ঋত্বিকার হট মুভসে ঘুম উড়লো নেটপাড়ার। টলিপাড়ার সুপরিচিত একজন অভিনেত্রী হিসেবে তাকে এখন সকলেই চেনেন। যদিও এখন তাকে সেভাবে টলিউডের পর্দায় দেখা যায়না। তবে, সোশ্যাল মিডিয়ার পর্দায় বেশ সক্রিয় অভিনেত্রী। আর তাইতো ভক্তদের সঙ্গে তার যোগাযোগে ছেদ পড়েনি এতটুকুও।
এখন ঋত্বিকা একজন অভিনেত্রী হিসেবেই সকলের কাছে পরিচিত। ছোট থেকেই তিনি অভিনয়ের ফিল্ডে রয়েছেন। একটা সময় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‛বউ কথা কও’-তে তাকে দেখা গিয়েছিল। সেখানে শিশুশিল্পী মিলি-র চরিত্রে তার অভিনয় যথেষ্ঠ প্রশংসাও পেয়েছিল দর্শকমহলে।
অনেকের কাছেই তখন সেটি পছন্দের সিরিয়ালের মধ্যে একটি ছিল। তবে, ২০১২ সালে ‛১০০% লাভ’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঋত্বিকা পা রাখেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ২০১৪ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‛বরবাদ’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তাকে দেখেন দর্শকেরা।
এই সিনেমায় তার বিপরীতে দেখা গিয়েছিল অভিনেতা বনি সেনগুপ্তকে। এরপর ২০১৫ সালে দেবের বিপরীতে ‛আরশিনগর’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। তবে, এখানেই শেষ নয়। ‛ভিলেন’, ‛লাভ স্টোরি’, ‛রাজা রানী রাজি’, ‛মিসড কল’, ‛ভূতচক্র’, ‛জিও পাগলা’-র মতো একাধিক সিনেমায় তিনি কাজ করেছেন।