প্যারিস থেকে প্রাক-জন্মদিনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিমি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে কেতাদস্তুর মিমির পোজ, কিংবা প্যারিসের রাস্তায় হেঁটে বেড়ানোর ভিডিয়ো। মিমির পরনে কালো টপের সঙ্গে গোলাপি ট্রাউজার। সঙ্গে পশমের রঙবেরঙের জ্যাকেট।
১১ ফেব্রুয়ারি অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। করোনার জেরে গত কয়েক বছর সেভাবে জন্মদিন উদযাপন করতে পারেননি মিমি। তবে এই বছর জন্মদিনে বিশেষ প্ল্যানিং তাঁর। ভালোবাসার শহর প্যারিসে বার্থ ডে সেলিব্রেট করছেন এই টলি সুন্দরী।
আপতত সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চলছে। সেই অধিবেশন ছেড়ে মিমির প্যারিসে জন্মদিন সেলিব্রেট করতে যাওয়াটা মোটেই ভালো চোখে দেখেননি সোশ্যাল মিডিয়ার একটা অংশ। একজন লেখেন, ‘পার্লামেন্ট ছেড়ে বিশ্ব ভ্রমণ, আর ইনি নাকি যাদবপুরের প্রতিনিধি, ছিঃ’। অপর একজন লেখেন, ‘পার্লামেন্ট অধিবেশন চলাকালীন আপনি ছুটিতে? আশ্চর্য..’।
যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ মিমি। নিজের মতো করে প্যারিসে সময় কাটাচ্ছেন তিনি। প্রেমের শহরটা নিজের মতো করে ঘুরে দেখছেন বড় রেস্তোরাঁয় রকমারি খাবারের স্বাদ উপভোগ করেছেন। সেই টুকরো ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন নায়িকা।
গত ৩১শে জানুয়ারি থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। ১লা জানুয়ারি সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ওইদিন বাবা-মা’কে সঙ্গে নিয়ে সংসদে হাজির ছিলেন মিমি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নায়িকা।