সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আমরা কত কিছু না করে থাকি। কখনো গান গাই কখনো আবার নাচ করে সকলের সামনে নিজের প্রতিভা উন্মোচন করার চেষ্টা করি। কখনো আবার এমন কিছু করি যাতে সকলের দৃষ্টি আকর্ষণ করা যায়।
তেমনই একটি ভিডিও তৈরি করে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল একজন যুবতী, কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে উপহাসের পাত্র হতে হল তাকে। কিন্তু কি এমন করেছিলেন তিনি যার ফলে তাকে উপহাসের পাত্র হতে হল সোশ্যাল মিডিয়াতে?
সম্প্রতি এই যুবতী একটি বাইক স্টান্ট করে দেখানোর চেষ্টা করেছেন সকলের সামনে। বাইক নিয়ে হুবহু ছেলেদের মতো তিনি কায়দা করতে চাইছিলেন।
কিন্তু বাইক নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে হঠাৎ করে বাইক থেকে পড়ে যান তিনি।মারাত্মক ভাবে আহত হয়ে যান ওই যুবতী এবং সকলের সামনে অপ্রস্তুতি পড়ে যেতে হয় তাকে।
পুরুষ এবং নারী সকলে সমান, এই কথাটি বারবার প্রমাণ করতে গিয়ে এমন কিছু কাজ আমরা করে থাকি যা একেবারেই শোভনীয় নয়। এই যুবতীর ভিডিও দেখে একদিকে যেমন অনেকেই কমেন্ট করেছেন, এভাবে বাইক না চালালে হতো না?
তেমন কেউ কেউ কমেন্ট করেছেন, পাপা কি পরি মাটিতে উড়তে আরম্ভ করেছে। অন্যদিকে একজন লিখেছেন, এইভাবে বাইক না চালানোই মঙ্গল।
সব মিলিয়ে ভাইরাল হবার নেশায় সত্যি সত্যি ভাইরাল হয়ে গেলেন এই যুবতী কিন্তু একেবারে অন্য ভাবে। আপনি যদি এখনো না দেখে থাকেন এই ভিডিওটি তাহলে এখুনি দেখে নিন এবং নিজের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।