বলিউড অন্ধকারে ডুবলেও দিন দিন বাড়ছে তারকাদের অহংকার , সাংবাদিকদের চরম অপমান শিল্পা শেট্টির

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে সাংবাদিকদের আদায় কাঁচকলায় সম্পর্কের কথা কারোর অজানা নয়। বহুবার প্রকাশ্যে পাপারাৎজিকে একহাত নিয়েছেন অমিতাভ বচ্চনের ঘরণী। গত মাসেই যেমন সাংবাদিকদের শাপশাপান্ত করে এবং দিওয়ালির সময় সাংবাদিকদের বাড়ি থেকে তাড়া করে বের করে দিয়ে চরম কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। তবে এবার জয়া নন, বরং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করলেন শিল্পা শেট্টি।

সম্প্রতি মুম্বইয়ের একটি নামী পাপারাৎজির অ্যাকাউন্ট থেকে শিল্পার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, আচমকাই ছবি শিকারীদের ওপর মেজাজ হারান তিনি। রেগে গিয়ে অভিনেত্রী বলেন, ‘মুখে ঢুকে ছবি তুলবে নাকি?’

শিল্পার সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি বিল্ডিং থেকে বেরোচ্ছেন তিনি। তাঁর পরনে ছিল ধূসর রঙের একটি ট্রাউজার প্যান্ট এবং কালো রঙের একটি টি-শার্ট। বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে প্রথমে হাসেন অভিনেত্রী। বলি সুন্দরীকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ ভালো মুডেই রয়েছে। কিন্তু হঠাৎই মেজাজ হারান তিনি।

আচমকাই ছবি শিকারিদের ক্যামেরার সামনে এসে শিল্পা বলেন, ‘মুখে ঢুকে ছবি তুলবে নাকি?’ পাপারাৎজিকে ধমক দিয়ে গাড়িতে ওঠার সময় মাথায় টোকাও খান অভিনেত্রী। শেষে অবশ্য ‘বাই’ বলে চলে যান তিনি। তবে অভিনেত্রীর সাংবাদিকদের উদ্দেশে করা ওই একটি মন্তব্য একেবারেই ভালো চোখে দেখেনি নেটিজেনদের একটি বড় অংশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *