বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিদ্যা বালান। একাধিক সুপারহিট ছবির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি।
বলিউড এমন এক দুনিয়া, যেখানে সকলসময়ই তৈরি থাকতে হয় পারফেক্ট লুকে। পোশাক থেকে ফিগার, সবেতেই একদম পারফেক্ট হতে হবে।
আর পারফেক্ট না হলেই হতে হবে ট্রোলিংয়ের শিকার। বিদ্যাও এর ব্যতিক্রমী নন। নিজের চেহারার জন্য একাধীকবার বডি শেমিংয়ের মুখে পড়েছেন বিদ্যা।
বিদ্যার নিজের কথায়, নিজের ফিট থাকাটাই আসল। ফিট থাকার জন্য সকল সময় স্লিম হতেই হবে এটা তিনি একদমই মনে করেন না।
তাঁর কাছে সুস্থ ফিগারটাই কাম্য। কিন্তু বিদ্যা এরকম মনে করলেও সমাজ মোটেই তা মনে করে না। সমাজের চোখে শরীরে সামান্য মেদ জমলেই তা ট্রোলিংয়ের বিষয়।
শরীরের ফ্যাটের জন্য বিদ্যা অ;ন্তঃস;ত্ত্বা, এমনটাও বারবার শুনতে হয়েছে তাঁকে। একবার বিদ্যা নিজেই একটি সাক্ষাৎকারে একথা বলেছিলেন।
বিদ্যার কথায়, বিদ্যার বেলি ফ্যাট সবসময়ই তার পোশাকে ধরা পড়তো। আর এরজন্যই তাকে বারবার ‘অ;ন্তঃস;ত্ত্বা’, একথা শুনতে হতো সমস্ত জায়গা থেকে।
বিদ্যা বলেছিলেন, পাশ থেকে তাঁর ছবি তুললেই পেট কিছুটা মোটা লাগতো। আর এর থেকেই খবর যেত যে তিনি অ;ন্তঃস;ত্ত্বা।
“গান্ধারী ১০০ সন্তানের মা হয়েছিলেন, আমি তো মনে হয় খবরের জেরেই তাকেও ছাড়িয়ে গিয়েছি”, এমনও মন্তব্য করেছিলেন বিদ্যা।
যদিও বারবার এই বডি শেমিং নিয়ে ট্রোল করা হলেও এসব গায়ে মাখতে নারাজ বিদ্যা। এসব বিষয়ে তিনি কর্ণপাতই করেন না।
বিদ্যার নিজের কথায়, সমালোচকরা কি বললো তাতে তার কিছুই যায় আসে না। তিনি সুস্থ এবং এতেই তিনি খুশি।