টলিউডে বিতর্কিত অভিনেত্রী হিসাবেই পরিচিত অভিনেত্রী শ্রাবন্তী। অভিনয়ে পারদর্শী হলেও তাঁর ব্যক্তিগত জীবন খুব একটা সুখের নয়। তিন-তিনটে বিয়ে আর সবকটি ব্যর্থ। শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। খুব কম বয়সে বিয়ে আর তারপরই ছেলে ঝিনুকের জন্ম। বেশ ভালোই কাটছিল।
তবে রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে ভাঙার পর অভিনেত্রী তাঁর ছেলেকে নিয়েই থাকেন এখন। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও ছেলে অভিমন্যুকে কাছছাড়া করেননি তিনি কখনও। জানেন এখন কী করছেন অভিমন্যু। শ্রাবন্তীর ছেলে ঝিনুক আর ছোটটি নেই। বড় হয়ে গিয়েছে। ২০২১ সালে আচমকাই সামনে আসেন অভিমন্যু।
মা শ্রাবন্তীর কাঁধ পেরিয়ে চলে গিয়েছেন। সেই সময় অভিমন্যু নিজের সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ করেন। শ্রাবন্তী ছেলেকে ঝিনুক নামেই ডাকেন। মা-ছেলের ছোট সংসার। সেখানে নেই কোনও ট্রোলিং-সমালোচনা।
গত দুবছর আগে যখন ঝিনুক তথা অভিমন্যু তাঁর সম্পর্কের কথা জানান সেই সময় তাঁর সম্পর্ক তিনবছরে পা দিয়েছে। টলিউডের অন্যান্য স্টারকিডদের মতো সেভাবে লাইমলাইটে আসতে পছন্দ করেন না অভিমন্যু। এমনকী মায়ের কোনও ফিল্মি ইভেন্টেও তাঁকে সেভাবে দেখা যায়নি।