বলিউডের অন্যতম সেরা সুন্দরী ঐশ্বরিয়া রায়কে একা পেতে পাগল হয়ে উঠেছিলেন এই অভিনেতা!

ঐশ্বরিয়া রাই বচ্চন, সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ‘মি টু’ নিয়ে যখন লাজ-লজ্জা দূরে ঠেলে হলিউড-বলিউড সরব, তখন আন্দোলনকারীদের নৈতিক সমর্থন দিয়েছিলেন তিনি। যদিও নিজের কোনও খারাপ অভিজ্ঞতার কথা এখনও প্রকাশ্যে আনেননি অমিতাভ বচ্চনের ছেলের বউ।

অনেকেই ভেবে নিয়েছিলেন বচ্চন পরিবারের পুত্রবধূ হয়তো তেমন কোনও অভিজ্ঞতার মুখোমুখি হননি। একদিকে বিশ্বসুন্দরীর খেতাব, অন্যদিকে তারকাদের সঙ্গে সম্পর্ক, তারপর বচ্চন পরিবারের একজন হয়ে ওঠা ঐশ্বরিয়াকে হয়তো কুপ্রস্তাব দেওয়া তত সহজ ছিল না।

কিন্তু ধারণাটি যে পুরোপুরি ঠিক নয়, তা সম্প্রতি জানা গেল ঐশ্বরিয়ার এক প্রাক্তন ম্যানেজারের বক্তব্যে। ঐশ্বরিয়ার ওই ম্যানেজারের নাম সিমন শেফিল্ডস। আন্তর্জাতিক সিনেমায় ঐশ্বরিয়ার যাবতীয় কাজের দেখাশোনা করতেন সিমন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ঐশ্বরিয়ার জন্য এক সময় মরিয়া হয়ে উঠেছিলেন হলিউডের পরিচালক হার্ভে উইনস্টেইন।

এ ব্যাপারে সরাসরি প্রস্তাবও রেখেছিলেন সিমনের কাছে। হার্ভে হলেন সেই খ্যাতনামী পরিচালক, যাকে ঘিরেই হলিউডের ‘মি টু’ আন্দোলনের সূত্রপাত। হলিউডের প্রথম সারির সব অভিনেত্রী এক যোগে হেনস্তার অভিযোগ এনেছিলেন হার্ভের বিরুদ্ধে।