‘বিগ বস’-এর ঘর থেকে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন শেহনাজ গিল। সেখানে তাঁর পারফরম্যান্স মুগ্ধ করে দেয় দর্শকদের। সঙ্গে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন। জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু ‘বিগ বস’-এর ঘর তাঁকে বহু মানুষের মনে জায়গা করে দিয়েছে। এরপর তাঁর জার্নি থেমে থাকেনি।
খুব শীঘ্রই তাঁর বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ হতে চলেছে। আর তাও সলমন খানের ছবি দিয়ে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সম্প্রতি গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শেহনাজ। ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী শেহনাজ গিল একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাঁকে গোলাপি রঙের শাড়ি, তার সঙ্গে ম্যাচিং স্টাইলিশ ব্লাউজ এবং বো-তে সাজতে দেখা যাচ্ছে। নজর কাড়ছে শেহনাজের হেয়ার স্টাইল। সব মিলিয়ে গ্ল্যামারাস লুকে নেট নাগরিকদের ফের মুগ্ধ করলেন অভিনেত্রী। কিছুদিন এই শাড়ি লুকেই একটি ম্যাগাজিনের জন্য ফোটোশ্যুট করেন শেহনাজ গিল। সঙ্গে লেখেন, ‘আমি আবেগপ্রবণ, কিন্তু আমি শক্তিশালী।’