বন্ধ ঘরে বলিউডের জনপ্রিয় গানে উদ্দাম নাচ সুন্দরী বৌদির, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগতে যেকোন ভিডিও আপলোড করলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সম্ভব। তবে অবশ্যই ভিডিওটি মানুষের পছন্দসই হতে হবে। নিজের প্রতিভা সকলের কাছে মেলে ধরার জন্য সোশ্যাল মিডিয়া এক অন্যতম মাধ্যম। নাচ, গান, আবৃত্তি, নাটক, মজার ভিডিও সবকিছুই সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়। মানুষ নিজের নিজের পছন্দের অনুযায়ী ভিডিও দেখেন। যে ভিডিওটি পছন্দ হয় একটি ক্লিকেই তা পৌঁছে যায় আরূ অনেক মানুষের কাছে।

সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে পূজা নামের একজন মহিলা নিজের ঘরে ‘তেরি পাল্লু সরকা যায় রে’ গানে নাচ করছেন। পরনে রয়েছে কালো রঙের একটি শাড়ি। চুল সুন্দর ভাবে বাঁধা। তিনি তার কোমরের হিল্লোলে দর্শক হৃদয়ের শিহরণ জাগিয়েছেন। তাঁর নাচ এবং সৌন্দর্য দুটি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

ভিডিওটি আপলোড করা হয়েছে “Pujakunduud” নামক instagram একাউন্ট থেকে। ভিউস সংখ্যা অসংখ্য। 23.8K এর থেকে বেশি লাইক করেছে ভিডিওটিতে। কমেন্ট সেকশন ভরে গিয়েছে কমেন্টের বন্যায়। কেউ লিখেছেন, ‘beautiful dance’, কেউবা লিখেছেন, ‘sweet beauty queen’।

এর আগেও ‘তেরে ইশকে কি’ গানে নাচের জন্য তিনি ভাইরাল হয়েছিলেন। সবুজ রঙের শাড়ি লাল ব্লাউজ এবং চোখের অসাধারণ চাহনিতে দর্শকদের একপ্রকার পাগল করে দিয়েছিলেন। এবার ‘তেরি পাল্লু সরকা যায় রে’ গানের নাচে দর্শকদের আবার মন জয় করে নিয়েছেন ইনস্টাগ্রাম খ্যাত পূজা। দর্শকেরা ভবিষ্যতে তাঁর কাছ থেকে আরও অনেক নাচ প্রত্যাশা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*