বন্ধু যুবরাজের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি

২০০৭ সালে শাহরুখের বিপরীতে ‘ওম শান্তি ওম’ মুভির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দীপিকা পাড়ুকোন। অসাধারণ অভিনয়ে তিনি সকলকে মুগ্ধ করেছিলেন।

দীপিকার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে বহুবার চড়াই-উৎরাই হয়েছে। বর্তমানে তিনি বলিউডের অন্যতম স্টাইলিশ অভিনেতা রণবীর সিং এর স্ত্রী। তবে একসময় মহেন্দ্র সিং ধোনির স্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনা ছিল।

দীপিকার বলিউডে অভিষেক আর অন্যদিকে সেই বছরই ধোনির নেতৃত্বে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। অন্যদিকে যুবরাজ সিংহও তার ক্যারিয়ারের শীর্ষে ছিলেন।

এইসময় ক্যাপ্টেন কুলকে তার সতীর্থরা দীপিকার নাম ধরে রাগাতেন। দীপিকাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে মনে করা হয় ধোনি তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। তবে গল্পের মোড় আসে যখন যুবরাজের সাথে দীপিকার নাম জড়িয়ে যায়।

২০০৭ সালের ডিসেম্বরে জয়পুরে স্টেডিয়ামে দীপিকা যুবরাজের জন্য প্রথমবার ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেসময় মিডিয়াতে শোরগোল পড়ে যায় যে ম্যাচের পর যুবরাজ মুম্বাই যাবেন এবং দীপিকার সাথে বাগদান পর্ব করবেন।

তবে দীপিকা এটিকে গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, সেদিন তার ২২তম জন্মদিন ছিল এবং তারা একসাথে সেলিব্রেট করতে গিয়েছিলেন। এছাড়াও অস্ট্রেলিয়ায় সিডনির ম্যাচের পর দুজনকে একসাথে দেখা যায়।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর ধোনি তাদের রাস্তা থেকে সরে যান। তিনি তার বন্ধু যুবরাজের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছিলেন।

তবে যুবরাজ ও দীপিকার সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি, বছর ঘুরতে না ঘুরতেই তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, “যুবরাজ আমার ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই হস্তক্ষেপ করত, যা আমাকে সম্পর্কটি শেষ করতে বাধ্য করেছিল।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *