তাঁকে নিয়ে বিতর্ক কম নেই। কিন্তু তাতে অবশ্য তাঁর জনপ্রিয়তায় কোনো ভাঁটা পড়ে না। বরং তাঁর অভিনয়ের পাশাপাশি রূপের গুণমুগ্ধও কম নেই। তিনি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। টলিউডের পাশাপাশি বলিউডেও এখন তাঁর নাম চর্চায়। সম্প্রতি ‘কলা’ ছবিতে ভূয়সী প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। তবে এবারে অন্য একটি কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন স্বস্তিকা।
অনেকেই জানেন, সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন স্বস্তিকা। ফটোশুট, ভিডিওতে ভরিয়ে রাখেন সোশ্যাল মিডিয়ার পাতা। তাঁর সাম্প্রতিক কিছু ছবিতেই আটকেছে নেটিজেনদের নজর। বা বলা ভাল ছবি সমন্বিত একটি ভিডিওতে। নব বিবাহিত বধূর সাজে ধরা দিয়েছেন স্বস্তিকা।
পরনে গোলাপি সিল্কের শাড়ি। এই সাজের জন্য ব্লাউজকে ছুটি দিয়েছেন স্বস্তিকা। পরেছেন কিছু ভারী সাবেকি গয়না, শাঁখা পলা। সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে চন্দনের ফোঁটা, পায়ে আলতা। তাঁর কাজল কালো চাহনি দেখে বুক ধুকপুক করতে বাধ্য। ক্যাপশনও বেশ নজরকাড়া। সাজের সঙ্গে মানানসই ভাবে তিনি লিখেছেন, ‘বিয়ের সানাই বাজল’।