বাংলার জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে শুধু বাংলা নয়, শ্রেয়ার সুরেলা আওয়াজের বিস্তার সারা ভারতবর্ষজুড়ে রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দারুণ একটি খুশির খবর শুনিয়েছেন এই প্রখ্যাত গায়িকা। তার পরিবারে এবার এক নতুন সদস্যের আগমন হতে চলেছে। এই খুশির খবরে উচ্ছ্বসিত তার ভক্তরাও।
এখন বাংলা জুড়ে চলছে বিয়ের মরসুম। শ্রেয়া ঘোষালের বাড়িতেও বাজল বিয়ের সানাই। সাত পাকে বাঁধা পড়লেন তার ভাই সৌম্যদীপ ঘোষাল। পাত্রী, সৌম্যদীপের প্রেমিকা রোশনি। সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনেই সৌম্যদীপ এবং রোশনির চার হাত এক হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইয়ের বিয়ের অনেকগুলো ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।
শ্রেয়ার আসলে বিশ্বাসই হচ্ছে না তার ছোট্ট ভাইটার বিয়ে হয়ে গেল। শ্রেয়া ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এই বিবাহবন্ধনের মাধ্যমে দুটো সুন্দর মনের মিলন হল। আকাশে বাতাসে ছড়িয়ে গিয়েছে তাদের ভালবাসার রেশ। রোশনি আসলে ভিন রাজ্যের মেয়ে। এই বিয়েতে দুটি রাজ্যের মিলন হয়েছে। তিনি ভাই এবং ভাইয়ের বউকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
সেই সঙ্গে শ্রেয়া বলেছেন অবশেষে ঘোষাল পরিবারে সদস্য বাড়লো। ভাইকে কোলে পিঠে করে মানুষ করে তুলেছিলেন তিনি। তার বিয়ে বলে কথা! শ্রেয়া তাই দারুণ উচ্ছসিত ছিলেন। সোশ্যাল মিডিয়াতে তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি। সোম্যদীপের স্ত্রী রোশনি হলেন দক্ষিণ ভারতীয় মেয়ে। সংস্কৃতি আলাদা হলেও তাদের দুজনের মনের মধ্যে মিল রয়েছে।