Ranveer Singh বাবা হতে চলেছেন অভিনেতা রনবীর সিং (Ranveer Singh)! না না ঠিক রণবীর না, বাবা হচ্ছেন জয়েশভাই। ঠিকই ধরেছেন, তার নতুন ছবি ‘জয়েশভাই জোরদার’ (Jayeshbhai Jordaar)-এর পোস্টারের মাধ্যমেই এই খবর সামনে আনলেন খোদ অভিনেতা। নিজের ইনস্টাগ্রামে (Instagram) একটি ফটো শেয়ার করেছেন অভিনেতা। যেখানে রণবীরের কোলে সদ্যজাত শিশুর প্রতিকৃতি ছবি দেখা গেল।
সেই ছবির উপরেই লেখা – ‘জয়েশভাইয়ের ছেলে হবে নাকি মেয়ে’? দর্শকদের জন্য একপ্রকার প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। তার সাথেই রণবীর সেই ফটোর ক্যাপশনে লিখেছেন – ‘আপনাদের কি মনে হয়’। সিনেমার ডেট অ্যানাউন্সমেন্ট করার স্টাইল ছিলো জবরদস্ত। রণবীর নিজেই অবশ্য সিনেমা রিলিজের তারিখ ঘোষণা করেছেন।
পোস্টারে রণবীরের লুক দেখেই বোঝা যাচ্ছে, সম্পূর্ণ নতুন এক গল্প তুলে ধরবে এই সিনেমা। সাথেই তার এক্সপ্রেশন দেখে মনেই হচ্ছে তিনি এই সন্তানের জন্য একটুও প্রস্তুত নন। পরিচালক Divyang Thakkar সম্পূর্ণ হাসির রূপেই এই গল্পটা নিজেই লিখেছেন। তার সাথে প্রযোজনার দায়িত্বে আছে আদিত্য চোপড়া। সিনেমার বাকি কলাকুশলীরা হলেন তামিল অভিনেত্রী Shalini Pandey, Boman Irani, Ratna Pathak Shah এবং Deeksha Joshi। ১৩ মে সকাল সকাল সিনেমা হলে গিয়ে অবশ্যই জয়েশভাইয়ের ছেলে হলো না মেয়ে তা দেখতে যেতে ভুলবেন না কিন্তু।