এই মুহূর্তে জি বাংলার পর্দায় জনপ্রিয়তার শীর্ষে থাকা ধারাবাহিক হল মিঠাই । চলতি বছরের প্রথম দিকে পর্দায় এসেছে এই ধারাবাহিক। মিষ্টি বিক্রেতা মিঠাই ও মোদক বাড়ির ছোট ছেলে সিডের সঙ্গে দুস্টু-মিষ্টি সম্পর্কের সমীকরণ নিয়ে এগিয়েছে এই সিরিয়াল।
প্রথমদিকে সিড মিঠাইকে নিজের স্ত্রী বলে না মানলেও এখন তাঁকে স্ত্রী বলে মেনে নিয়েছে। তবে, তাঁদের মধ্যে এখনও সেভাবে গড়ে ওঠেনি ভালোবাসা।
তবে, একে অপরকে যে চোখে হারায় তা প্রকাশ পেয়েছে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। কিন্তু এসবের মধ্যেই ঘটে গেল বড়সড় অঘটন। গুণ্ডাদের গুলিতে আহত হল মিঠাই। আর সেই দেখে রীতিমতো কান্নায় ভেঙে পরে সিড।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাচ্ছে যে, মিঠাই-সিড খুব তাড়াহুড়ো করে সেই ক্যাফেতে গিয়ে পৌঁছায় যেখানে রুদ্র আর ধারা রয়েছে। আর সেখানে গিয়ে তাঁরা দেখতে পায় যে, নীপা পিস্তল নিয়ে ক্রিমিনালের মাথায় বন্ধুক ঠেকিয়ে বলে যে, আমি তোকে ছাড়বো না। তুই জানিস আমি কে? আমি আইপিএস নীপা মোদক।
নীপাকে এই অবস্থায় দেখে ধারা-রুদ্র থেকে শুরু করে মিঠাই-সিড সকলে অবাক হয়ে যায়। আর তারপরই ক্রিমিনাল নীপার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে নীপাকে নিয়ে হাসাহাসি শুরু করে। এরপর রুদ্র ও ধারা নিজেদের আসল পরিচয় দেয় তখন ক্রিমিনাল নিজেকে বাঁচাতে নীপার মাথায় পিস্তল ঠেকিয়ে সকলকে ভয় দেখায়।
আর সেই মুহূর্তে মিঠাই নিজের কথা না ভেবে নীপার দিকে এগিয়ে যায় এবং তাঁকে বাঁচানোর চেষ্টা করে। এরপর পিস্তল নিতে গিয়ে ক্রিমিনালদের সঙ্গে ধস্তাধস্তিতে মিঠাইয়ের বুকে গুলি শ্যুট হয়ে যায়। গুলির শব্দ শুনে সকলেই স্তব্ধ হয়ে যায়। মিঠাইকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে সিড কান্নায় ভেঙে পড়ে। সকলের কাছে হেল্প চায়। তবে, কি সারাজীবনের মতো মিঠাইকে হারিয়ে ফেলবে সিড? নাকি তাঁর ভালোবাসা ফিরিয়ে আনবে মিঠাইকে এখন সেটাই দেখার।