সেলিব্রেটি হলে সমস্যাও আছে অনেক, যেমন বাড়ির বাইরে বেরোলেই পাপরাজিৎরা ক্যামেরা সময়ই তাক করে থাকে তাদের উপর। সম্প্রতি সেরমই ঘটলো বলিউডের কুইন নোরা ফাতেহীর (Nora Fatehi) সাথে। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হলো খুব।
বাড়ি থেকে তিনি বেরোচ্ছিলেন কথাও যাওয়ার জন্য।
মিডিয়ার ক্যামেরা তাকে ফটো তলার জন্য অনুরোধ করেন ও সামনে এগিয়ে আসেন। সাদা রঙের একটি পোশাক পড়েছিলেন তিনি। খুবই ডিপ নেক যা বক্ষ বিভাজকা স্পষ্ট বোঝা যাচ্ছিলো।
ঠিক সেই সময় নিজের পোশাক ঠিক করতে দেখা গেল এবং বোঝাই যাচ্ছে বেশ অস্বস্তিতে আছেন তিনি। ঠিকায়ে সময়ের ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বড় সেলিব্রেটি হয়ে গেলেও পাপরাজিৎদের ক্যামেরা থেকে বাঁচা সম্ভব নয় কোনো ভাবেই।
এখন বলিউডে সব থেকে বড় আইটেম ডান্স করেন। তার সমসাময়িক কাওকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই ভিডিও দেখে সবাই কমেন্ট করছেন তার উদ্দেশ্যে।
তর্ক ও বিতর্ক নিয়ে বেশ ভালোই শিরোনামে আছেন এই মুহূর্তের সব থেকে সুন্দরী অভিনেত্রী।
Leave a Reply