বাংলা গানের জগতে ইমন চক্রবর্তী জনপ্রিয় নাম। তিনি অল্প কয়েকদিনেই খুব বিখ্যাত হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান থেকে শুরু করে ফোক গান, আধুনিক গান সবেতেই তিনি পারদর্শী। আর এর ফলেই তিনি মন জয় করে নিয়েছেন সকলের। দরাজ গলা, আর সুরের মূর্ছনার দ্বারা তিনি দর্শক মহলে খুব জনপ্রিয় আসন দখল করেছেন। তিনি সা রে গা মা পা-এরও গুরুর আসনে ছিলেন।
তিনি সম্প্রতি বিয়ে করেছেন। গানের জগতের নীলাঞ্জনকেই তিনি বিয়ে করেছেন। যদিও এর আগে তার শোভনের সাথে সম্পর্ক ছিল। যাই হোক বিয়ের পর থেকে বরের সাথে প্রচুর ছবি তিনি স্যোশাল মিডিয়াতে পোস্ট করেছেন। তিনি স্যোশাল মিডিয়াতে খুব বেশি অ্যাক্টিভ বলা চলে।
নতুন বিয়ের গন্ধ এখনো যায়নি তাঁদের জীবন থেকে। তার মধ্যেই তাঁদের পরিবারে এলো নতুন সদস্য। যার নাম সন্দেশ। এই সন্দেশ আসলে কে জানেন? আসলে সন্দেশ একটি সারমেয়, যাকে ইমন নিয়ে এসেছেন বাড়িতে। আগে থেকেই তাদের একটি ল্যাব্রাডর প্রজাতির সারমেয় ছিল যার নাম ছিল বুলবুলি। এবারে বুলবুলির ভাই সন্দেশকে নিয়ে আসলেন তারা। সন্দেশকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেছেন ইমন। নতুন সদস্যের আগমনে বেশ খুশি হয়েছেন এই দম্পতি।