বলিউড ইন্ডাস্ট্রিতে নতুনদের মধ্যে সব থেকে বেশি যারা নাম করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর । নিজের অভিনয় জীবন আসতে আসতেই দৃঢ় করছে সে।
কিন্তু তার পাশাপাশি ছুটিতে ঘুরে বেড়ানো, হট ফটোশুট সব কিছুতেই দেখা যায় তাকে। যেমন সম্প্রতি তার কিছু ফটোশুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোনালী রঙের শর্ট স্কার্ট ও স্লীভলেস হাই নেক ক্রপ টপ পরে দেখা গেল তাকে। অসাধারণ সুন্দর তার লুকস যা মন ছোঁবেই নেটিজেনদের। নুড মেকআপ,ঠোঁটে নুড লিপস্টিক, খোলা চুলে পুরুষ ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি।
মূলত দেশের সব থেকে বড় মেকআপ ও প্রোডাক্ট অনলাইন বিসনেস সংস্থা ন্যায়াকা তার জন্যই এই ফটো শুট করেছেন তিনি। ক্যাপশনে আবার লিখেছেন -‘ মনের সোনালী অবস্থা এই ঋতুতে’।
আট লক্ষ পঞ্চাশ হাজার মানুষ লাইক করে দিয়েছেন ফটোগুলিকে। তার সাথেই আছে প্রচুর লাইক ও কমেন্ট। সেলিব্রেটিরাও কিন্তু তার ফটোতে কমেন্ট করতে ছাড়েননি। তার সাথেই আছে সাধারণ মানুষেরও মন ভোলানো সব সুন্দর কমেন্ট।