ফিল্মি কায়দায় প্রাক্তন প্রেমিকার বিয়ের মণ্ডপে এন্ট্রি নিলেন প্রেমিক। বরের সামনেই কনের মাথায় সিঁদুর পরিয়ে দিলেন। রইল ভিডিও

এক চুটকি সিঁন্দুর কি কিমত তুম ক্যায় জানো’। মালাবদলের ঠিক আগের মুহূর্তে এন্ট্রি নিলেন হিরো। টানটান উত্তেজনা। কনের গলায় মালা পরাতে যাচ্ছেন বর, সেই মুহূর্তে বিয়ের মণ্ডপে ঢুকে নববধূর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিলেন প্রাক্তন প্রেমিক।

আর তারপরই বিয়ের আসরে তুলকালাম। না, কোনও বলিউড ছবির দৃশ্য নয়। বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। ফিল্মি কায়দায় প্রাক্তন প্রেমিকার বিয়ের মণ্ডপে হুলস্থুল বাধিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের গোরখপুরের এক যুবক। যেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।

নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি জমজমাট বিয়ের আসর। আত্মীয় স্বজন, অতিথি সমাগমের মাঝেই বিয়ের মণ্ডপে মালাবদলের প্রস্তুতি চলছে। সবে কনের গলায় মালা পরাতে যাবেন বর, সেই মুহূর্তে আচমকাই মুখে স্কার্ফ বেঁধে ঢুকে পড়লেন এক যুবক।

চোখের পলক পরার আগেই কনের মাথায় সিঁদুর পরিয়ে দিলেন তিনি। তাজ্জব উপস্থিত সকলেই। গত ১ ডিসেম্বর গোরখপুরের বুধাত অঞ্চলের হরপুরে ঘটেছে এই ফিল্মি বিবাহের অনুষ্ঠান।

ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। উড়ে এসেছে একের পর এক কমেন্ট। কেউ বরকে উদ্দেশ করে লিখছেন, ‘এক চুটকি সিঁন্দুর কি কিমত তুম ক্যায় জানো…।’ কেউ আবার তারিফ করেছেন ওই প্রাক্তন প্রেমিকের।

সাহসী তকমাও জুটেছে ওই যুবকের। কোনও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী আবার এই ঘটনাকে মেয়েটির সঙ্গে জোরজুলুম হয়েছে বলেও সরব হয়েছেন। তবে কি ছেলেটি মেয়েটির প্রত্যাখ্যান সহ্য করতে পারেননি বলেই এমন কাণ্ড ঘটালেন? এমনও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

জানা গিয়েছে, গোরখপুরের ওই যুবক কনের প্রাক্তন প্রেমিক। কয়েকমাসের জন্য কর্মসূত্রে তিনি শহরের বাইরে গিয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতেই নাতি মেয়েটির পরিবার অন্যত্র তাঁর বিয়ে ঠিক করে ফেলে। ফিরে এসে গোটা ঘটনা জানতে পারে প্রেমিক। সিদ্ধান্ত নেয়, কিছুতেই প্রেমিকাকে হাতছাড়া করবেন না।

ফলে বলিউড স্টাইলে প্রেমিকাকে অর্জন করতে সটান পৌঁছে যান তাঁর বিয়ের আসরে। ইতিমধ্যেই তাঁর নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মেয়েটির পরিবারের সদস্যরা। যদিও এতসব করেও প্রেমিকাকে পেলেন না ওই যুবক। পরিবারের পছন্দ করা ছেলের সঙ্গে শেষ পর্যন্ত বিবাহ হয় তাঁর। আর নিঃস্ব হাতে বাড়ি ফিরে যেতে হয় প্রেমিককে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *