ফিনফিনে শিফন ঝালোরের মাঝে উন্মুক্ত বক্ষ বিভাজিকা! নিউ লুকে পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন উরফি

সম্পূর্ণ শরীর ঢেকেছে পুরোনো শাড়ি দিয়ে। হ্যাঁ এই লুকেই দেখা গেল উরফি জাভেদ (Urfi Javed) -কে তার নতুন ফটোশুটে। তবে নিশ্চয়ই অবাক হলেন! উরফি জাভেদ তার শরীর

ঢেকেছে তাও আবার পুরোনো শাড়িতে। ঠিকই ধরেছেন ফটোতে শাড়ি থাকলেও তা যে বিন্দুমাত্র সে কথা সত্য। প্রতিবারই যেন শুধুমাত্র তিনি সব লাইমলাইট নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তাঁর এই ফ্যাশনের জন্য খুনের হুমকিও পেয়েছিলেন। কিন্তু কোনোমতেই নিজেকে পরিবর্তন করতে পারবেন না উরফির সাফ কথা।


অব্যবহার্য নানা রকম জিনিস দিয়ে পোশাক বানানো উরফির নেশা। পুরনো শাড়ি ফেলে না দিয়ে তিনি তা ব্যবহার করে তৈরী করেছেন অসাধারণ একটি ড্রেস। সেই ছবি এবং ভিডিয়ো অনুরাগীদের

উদ্দেশে সম্প্রতি পোস্ট করেছেন তিনি। হালকা গোলাপির মাঝে রানি রঙের অশ্বত্থ পাতার প্রিন্ট করা পোশাক পরে রয়েছেন উরফি। খোলা পিঠ, কোমরে কটিবস্ত্র, বুকের উপর খেলে বেড়াচ্ছে শিফন শাড়ির ঝালর।


কার্যত শরীরের বেশিরভাগ অংশ বেরিয়ে রয়েছে। চুল টেনে বাঁধা, মাথার পিছন দিকে চুলের সঙ্গে আটকে রেখেছেন ছোট একটি স্লিং ব্যাগ। সেখান থেকে লিপস্টিক বার করে লাগিয়েও নিচ্ছেন ঠোঁটে। যা দেখে একাধারে আপনার হাসি আসতেও বাধ্য। নিজের পুরোনো শাড়ির কামাল এই পোশাক তা উরফি নিজেই জানিয়েছেন সকলকে।

উষ্ণতা বাড়ানো উরফির সুঠাম ফিগারের এই লুকে মজে আছেন সকলে। অনেকেই উরফির সাহস ও তাঁর ফিগারের তুলনা টেনেছেন। মিলিয়ন ভিউজ ও লাইক এসেছে সেই ফটো ও ভিডিও গুলিতে। প্রতিবারের মতো


কিন্তু কুরুচিকর কমেন্ট করতে ছাড়েননি অনেকেই। কেউ বলেছেন -‘উলঙ্গ হয়ে যান’। অন্যজন লিখেছে -‘সবই দেখা গেল’। তবে ফ্যাশন ভালোবাসেন এই ধরণের একাধিক ব্যক্তি উরফির নতুন শাড়ি দিয়ে তৈরী পোশাকের প্রশংসা করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*