ফাঁস হলো শাহরুখ খানের ঘরের যে ১ জন আরিয়ানকে মা;দক সরবারহ করতো

না;রকো;টিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দাবি আরিয়ান খানকে কে নিয়মিত মা;দ;ক সরবরাহ করতেন? তার হদিশ জানেন অনন্যা পাণ্ডে।

শুক্রবার না;রকো;টিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র জেরার মুখে কিছু কথা স্বীকার করেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা।

বলিউড সংবাদমাধ্যমের খবর, বৃহস্পতিবারেও জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। অনন্যার কথায়, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখ-পুত্রকে ;মা;দক সরবরাহ করতেন।

তার দাবি, ইতিমধ্যেই সেই ব্যক্তি দু-এক বার আরিয়ানকে মা;দক সরবরাহও করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।

অভিনেত্রীর বয়ান অনুযায়ী, অভিযুক্ত মালাডের বাসিন্দা। ইতিমধ্যেই তার উপরে নজর রাখতে শুরু করেছে এনসিবি।

সোমবার (২৫ অক্টোবর) অভিযুক্তকে দপ্তরে ডেকে জেরা করা হতে পারে, এমন সম্ভাবনার কথাও শনিবার জানিয়েছে না;রকো;টিক্স কন্ট্রোল ব্যুরো। জেরার মুখে অনন্যার এই স্বীকারোক্তি নিয়ে ইতিমধ্যেই চলছে জোর আলোচনা।

অভিনেতার কন্যা এও জানিয়েছেন, তিনি আরিয়ানকে সি;গা;রেট এনে দেয়ার বিষয়ে বার্তায় লিখে জানিয়েছিলেন। তার যুক্তি, বলিউডে নাকি গা;জা;কে মা;দক হিসেবে দেখা হয় না।

অনেক পার্টিতেই সি;গারেটের তামাকের সঙ্গে গাঁ;জা মিশিয়ে ধূমপান করা হয়। তিনিও এক-দু’বার এই বিশেষ ধরনের ধূমপান করেছেন। তাই তিনি জানতেনই না, গাঁ;জা এ দেশে নিষিদ্ধ মা;দ;ক হিসেবে বিবেচিত।

অনন্যার কথা অনুযায়ী, তিনি হোয়াটসঅ্যাপ বার্তায় নিছক মজা করেই আরিয়ানকে গাঁ;জা এনে দেওয়ার কথা বলেছিলেন। কোনও ভাবেই কোনও মা;দকচ;ক্রের সঙ্গে তিনি জড়িত নন।

জেরায় হাজিরা দিতে গিয়ে দেরিতে উপস্থিত হন অভিনেত্রী। তার জন্যও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। কড়া এনসিবির কর্মকর্তা হিসেবে পরিচিত সমীর ওয়াংখেড়ে সরাসরি তিরস্কার করেছেন অনন্যাকে।

তিনি বলেন, “এটা কোনও প্রযোজনা সংস্থার দপ্তর নয়, একটি কেন্দ্রীয় সংস্থার দপ্তর।”

প্রসঙ্গত, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টা নাগাদ এনসিবি-র দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল অনন্যাকে। কিন্তু সেখানে সময় মতো এসে পৌঁছতে পারেননি চাঙ্কি-কন্যা। প্রায় তিন ঘণ্টা পর অর্থাৎ দুপুর দুটো নাগাদ এসেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*