টলিউডে বরাবরই চর্চিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয়। বাংলা ইন্ডাস্ট্রিতে নয় নয় করে অনেক বছরই কাটিয়ে ফেললেন অভিনেত্রী। তাঁর অভিনয় শুধু টলিউডে নয় বলিউডেও প্রশংসিত। সম্প্রতি ঋতুপর্ণার ‘মায়াকুমারী’ মুক্তি পেয়েছে আর এই সিনেমাতেও তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।
অন্যদিকে সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’-র সাফল্যের পর ইন্দ্রনীল সেনগুপ্ত বেশ উৎফুল্ল রয়েছেন। টলি ইন্ডাস্ট্রির খবর ঋতুপর্ণা ও ইন্দ্রনীলকে দেখা যেতে পারে একই সিনেমায়। অর্থাৎ এই দুই তারকা জুটি বাঁধতে চলেছেন। এই সিনেমার নেপথ্যে রয়েছেন ইন্দ্রাশিস আচার্য।
এর আগে ইন্দ্রাশিসের সঙ্গে ঋতুপর্ণা পার্সেল সিনেমায় কাজ করেছেন, যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তবে ইন্দ্রনীলের সঙ্গে প্রথম কাজ করবেন ইন্দ্রাশিস। মহিষাসুরমর্দিনী’ ও ‘মায়াকুমারী’ সিনেমায় ঋতুপর্ণার অভিনয় রীতিমতো প্রশংসা পেয়েছে। অরিন্দম শীলের পরিচালনায় ‘মায়াকুমারী’-তে ঋতুপর্ণার বিপরীতে দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায়কে।
প্রসঙ্গত, ভারতীয় সিনেমার ১০০ বছরের উদযাপনে অরিন্দম শীলের ছবি ‘মায়াকুমারী’। এরপর ঋতুপর্ণা অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায়। যেখানে অভিনেত্রীকে দীর্ঘদিন পর জুটি বাঁধতে দেখা যাবে প্রসেনজিৎ-এর সঙ্গে। এই জুটির পঞ্চাশতম সিনেমা হতে চলেছে এটি।