অনেকেই সাপের পুজো করে থাকেন। ভারতবর্ষের মতো দেশে সাপকে মা মনসার বাহন হিসেবে দেখা হয়। তাই মানুষ সাপকে দুধ-কলা খাওয়ান ও পুজো করেন। আবার সাপ দেখলে কিন্তু সাধারণ মানুষের বেশ ভয়ও লাগে।
আর তার উপরে যদি সেই সাপ হয় বিশাল বড় কোবরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই সাপেদের নানান ভিডিও আমরা দেখতে পাই। সম্প্রতি সাপের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেল এক অদ্ভুত ঘটনা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে, দুটো কোবরা সাপ ফণা তুলে মুখোমুখি দাঁড়িয়ে আছে। দেখলে মনে হবে যে সাপ দুটি লড়াইয়ের জন্য পুরো প্রস্তুত। সেই দুই সাপের মাঝে এবং সামান্য দূরে দেখা গেছে আরও একটি বিশাল বড় সাপকে ফণা তুলে দাঁড়িয়ে থাকতে।
ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিক ভিউস ছাড়িয়েছে। আর সেই ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনরা বেশ মজার মজার কমেন্ট করছেন। একজন যেমন লিখেছেন- ‘গোল টেবিল বৈঠক চলছে’। আরেক নেটিজেন লিখেছেন – ‘মনে হচ্ছে যেন প্রি-ওয়েডিং শুট চলছে’।