ফটোশুটে ধরা পড়ল জনপ্রিয় অভিনেত্রী সোনমের স্পষ্ট বেবিবাম্প

প্রায় ১ বছর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে সময় কাটিয়ে গত ২০ জুলাই দেশে ফেরেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর।

এরপর থেকেই গুঞ্জন তার মা হওয়া নিয়ে। ওইদিন বিমানবন্দরে নীল স্কার্টের উপর গাঢ় নীল রঙের একটু বড় সাইজের জ্যাকেট পরেছিলেন সোনম। তার এ কাপড়কে কেন্দ্র করেই শুরু হয়ে যায় মা হওয়ার গুঞ্জন।

কিছুদিন আগে অবশ্য সেই গুঞ্জনে জল ঢেলে দেন অভিনেত্রী নিজেই। রোববার সোশ্যাল সাইটে নতুন ফটোশুটের ছবি আপলোড করেন সোনম। আর সেই ছবিকে ঘিরে আবারও শুরু হয়েছে জল্পনা।

ফটোশুটের ছবি সামনে আসতেই স্পষ্ট বোঝা যায় সোনম মা হতে চলেছেন। গোল্ডেন ওয়েস্টার্ন গাউনে হট অ্যান্ড সেক্সি সোনমের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এই ছবিতে কার্যত স্পষ্টই বোঝা যাচ্ছে তার বেবি বাম্প।

তবে প্রেগন্যান্সি নিয়ে একটি কথাও লেখেননি অভিনেত্রী। ক্যাপশনে মিক জ্যাগরের বিখ্যাত গানের চারটি লাইন লেখেন তিনি। গানের কথাতেই বোঝা যায়, তিনি বেশ আনন্দে আছেন। নেটিজেনদের ধারণা, মা হচ্ছেন বলেই অভিনেত্রীর মনে এত আনন্দ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*