প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী তখন নিকের বয়স কত ছিল তা জানলে আপনিও অবাক হবেন

বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাস প্রেমে করে বিয়ে করেন ২০১৮ সালে। গতাদের বাগদান হয় মুম্বাই শহরে।

এর আগে প্রিয়াঙ্কা-নিকের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। কারণ দুজনের বয়সের তফাৎ যে আকাশ-পাতাল।

সাধারণত স্বামীর তুলনায় স্ত্রীকে ২-৪ বছরের বড় হতে দেখা যায় কিন্তু সেটি যদি ১১ বছর ছাড়িয়ে যায় তখন আলোচনা না হয়েও পারে না।

২০০০ সালে ১৮ বছরের প্রিয়াঙ্কা চোপড়া যখন বিশ্বসুন্দরী নির্বাচিত হন, তখন প্রিয়াঙ্কার হবু স্বামী নিক জোনাসের বয়স ৮। সোশ্যাল মিডিয়ায় নিক-প্রিয়াঙ্কার তখনকার একটি ছবি ভাইরালও হয়েছে।

এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, বয়সে প্রিয়াঙ্কার থেকে ১১ বছরের ছোট নিক জোনাস। তিনি এখন ২৮, উল্টোদিকে প্রিয়াঙ্কা পা দিয়েছেন ৩৯-এ। কিন্তু প্রেম তো বয়সে সীমাবদ্ধ নয়।

নিক অবশ্য বরাবরই নিজের থেকে বয়সে বড় নারীদের পছন্দ করেন। তার আগের প্রেমিকারাও বয়সে তার থেকে বড়ই ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*