প্রিয়াঙ্কা ও নিকের জন্য ১৪৪ কোটির রাজপ্রাসাদ! ২০২২ সালটা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছে একটু বেশিই স্পেশাল বটে। বলা যেতে পারে যে এই সালটি অভিনেত্রীর জীবন বদলের একটি বছর। কেননা চলতি বছরের ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এত দিন তার পরিচয়ের তালিকায় অনেক উপাধি যুক্ত হয়েছে। আর এবার থেকে তার নতুন একটি পরিচয় হল তিনি একজন মা।
মেয়ে হওয়ার আনন্দে নিক ও প্রিয়াঙ্কা দুজনেই খুশিতে ভাসছেন। হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। ২০০২ সালে তিনি মিস ওয়ার্ল্ড হন। এরপর ‘দা হিরো’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন। তবে, এখন আর তাঁকে বলিউডে দেখা যায়না। ২০১৮ সালে প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এখন হলিউডই তাঁর মূল লক্ষ্য ও মূল আস্তানা। স্বামী নিক জোনাসের হাত ধরেই তিনি বিদেশে গ্রীন কার্ডের অংশীদারি হয়েছেন। একজন অভিনেত্রী, গায়িকা, প্রযোজক এর পাশাপাশি প্রিয়াঙ্কা একজন লেখিকা বটে। প্রায়শই কোনো না কোনো কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন নিক-প্রিয়াঙ্কা। তবে, জানেন কি বিয়ের ১ বছরের মাথায় লস এঞ্জেলসে ১৪৪ কোটি টাকার ম্যানশন কিনেছেন তারা।
আর সেই অর্থে মুম্বাই, নিউ ইয়র্কের পাশাপাশি লস এঞ্জেলসেও তাদের একটি বাড়ির ঠিকানা। ৩ কাটা জমির উপর তৈরি এই বাড়ির মধ্যে ৭ টি শোয়ার ঘর রয়েছে। আর রয়েছে ১১ টি বাথরুম। শরীরচর্চার জন্য বাড়িতে রয়েছে জিম। বাড়ির পিছনে পাহাড়। আর বাড়ির সামনে ফাঁকা জায়গা। গাছপালা দিয়ে ঘেরা। এমনকি বাড়ি থেকে সুন্দর সি বিচ দেখতে পাওয়া যায়। এছাড়াও বাড়িতে রয়েছে সুইমিং পুল।