প্রভাসের সাথে বিয়ে করতে কি নারাজ বলিউড অভিনেত্রী কৃতি, সমালোচকদের মুখে জবাব দিলেন তিনি নিজেই!

বেশ কিছুদিন ধরে প্রভাস আর কৃতির ‘প্রেম’ নিয়ে বলিপাড়ায় ফিসফাস চলছে। প্রভাস নাকি ‘আদিপুরুষ’ ছবির সেটে হাঁটু গেড়ে বসে কৃতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। আর কৃতির হৃদয়ে নাকি এই দক্ষিণি সুপারস্টারের জন্য প্রেম বাসা বেঁধেছিল।

এমনকি ‘আদিপুরুষ’ মুক্তির পর তাঁদের বাগদান হবে—এমন জল্পনাও ছিল তুঙ্গে। আরও গুঞ্জন ছিল, দুই পরিবারের সম্মতিতে তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। এত দিন দুই তারকা এ নিয়ে টুঁ শব্দটি খরচ করেননি। তবে অবশেষে মুখ খুলেছেন কৃতি। সম্প্রতি তিনি এক পোস্টের মাধ্যমে সব গুঞ্জনের জবাব দিয়েছেন।

নেট দুনিয়ায় কৃতি শ্যাননের এক পোস্ট হু হু করে ছড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন, পোস্টে কী এমন লিখেছেন এই বলিউড নায়িকা? কৃতি তাঁর ইনস্টাগ্রাম স্ট্যাটাসে সব গুজবের দিকে ইশারা করে লিখেছেন, ‘এটা না ভালোবাসা, আর না-ই জনসংযোগ। রিয়ালিটি শো-তে আমাদের “ভেড়িয়া” একটু বেশি উত্তাপ ছড়িয়ে পড়েছিল।

আর তার এই ঠাট্টা মজাদার গুজব হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে।’ ৩২ বছরের এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘কিছু পোর্টাল আমার বিয়ের দিন ঘোষণা করার আগেই আমাকে “বাবল” ফাটাতে দিন। এসব গুজব সম্পূর্ণ অর্থহীন।’ তিনি তাঁর পোস্টের শেষে হাত জোড় করা ইমোজি দিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *