বরুণ ধাওয়ানের একটা বেফাঁস কথা থেকেই যত রকমের সমস্যা। ঝলক দিখলা যা-তে ভেড়িয়ার প্রোমোশনের সময় বরুণ হঠাৎই আভাস দেন প্রেম করছেন কৃতি শ্যানন আর দক্ষিণের সুপারহিট তারকা প্রভাস। তারপর থেকে সকলেরই ধারণা হয় হয়তো আদিপুরুষ সিনেমায় কাজের সময়ই একে-অপরকে মন দিয়ে ফেলেছেন।
যেই সিনেমায় প্রভাসের সঙ্গে নায়িকা চরিত্রে রয়েছেন কৃতি। তবে এবার সব জল্পনায় জল ঢাললেন ‘ভেড়িয়া’ অভিনেত্রী নিজেই। কৃতি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইটস নাইদার প্যায়ার অর পিআর…’। আরও লেখেন, ‘আমাদের ভেড়িয়া একটু বেশিই উত্তেজিত হয়ে গিয়ে মজা করতে করতে একটা গুজবের জন্ম দিয়ে ফেলেছে।
এর আগে পোর্টালগুলো আমার বিয়ের তারিখ ঘোষণা করে দেয়, আমিই পরিষ্কার করে দেই ব্যাপারটা। এই গুজবটা একদম ভিত্তিহীন।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছিল করণ জোহর প্রশ্ন করছেন বরুণকে, ‘কৃতির নাম এই লিস্টে নেই কেন?’ আর তাতে ‘ভেড়িয়া’ অভিনেতার জবাব, ‘কৃতির নাম এই কারণে লিস্টে নেই কারণ কৃতির নাম…’ অভিনেত্রী প্রাণপণ চেষ্টা করেন আটকানোর।
কিন্তু বরুণ বলেই যান, ‘কৃতির নাম আছে কারও হৃদয়ে’! ব্যস, খোঁচা দিয়ে ভিতরের কথা বের করার এত ভালো সুযোগ কি করণ জোহর ছাড়তে পারেন। জানতে চান, ‘কার হৃদয়ে?’ তাতে বরুণ জবাব দেয়, ‘একটা লোক আছে যে এখন মুম্বইতে নেই, শ্যুট করছে দীপিকা-এর সঙ্গে’।