টলিউডের অন্যতম সফল অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। কেরিয়ারের শুরুটা বাণিজ্যিক ছবির নায়ক হিসেবে করলেও বর্তমানে নিজেকে নানা গবেষণামূলক চরিত্রে উপস্থাপিত করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছেন টলিউডের এই অভিনেতা।
তিনি যেমন ‘চাঁদের পাহাড়’ ছবিতে সাহসী বাঙালি যুবক শংকরের চরিত্রে নিজেকে উজাড় করেছেন, তেমনই আবার ‘গোলন্দাজ’ ছবিতে ফুটবলারের চরিত্রে নিজেকে বসিয়েছেন। আবার অভিনেতা ‘কিশমিশ’ এবং ‘প্রজাপতি’র মতো ছবিতেও নিজের মিষ্টতা তুলে ধরেছেন। তবে এবার নতুন ঘোষণা করলেন অভিনেতা।
ইতিমধ্যে টলি ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করেছেন অভিনেতা। আর এই দীর্ঘ সময়কাল পরে নিজে এবার নিলেন এক সাহসী পদক্ষেপ। নতুন বছরের শুরুতেই দর্শকদের বড়সড় চমক দিলেন তিনি। আবির চট্টোপাধ্যায়, অনির্বান ভট্টাচার্য-র পর এবার ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবকে। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন।
এবার গোয়েন্দা চরিত্রে নিজেকে উপস্থাপন করবেন তিনি। আর এবার নিজেই সেই ঘোষণা করলেন অভিনেতা দেব। নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন অভিনেতা। আর এই পোস্টেই এই সুখবর দিলেন তিনি। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,
‘ইন্ডাস্ট্রিতে সাতেরো বছর পূর্ণ করে ফেললাম…. ঘোষণা করছি অভিনেতা হিসাবে আমার পরবর্তী ছবির। ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’ প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মস। আপনাদের সবার আর্শীবাদ সঙ্গে চাই। কাস্ট অ্যান্ড ক্রু এবং পরিচালকের ঘোষণা করব শিগগির’। আর তার এই পোস্টকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ল ভক্তদের মধ্যে।