বয়সে বড় মহিলার সাথে ১২ বছর বয়সে স;হবাস করেছিলেন রণবীর সিং, বললেন নিজেই

১২ বছর বয়সে প্রথম বার যৌ;ন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন অভিনেতা রণবীর সিংহ। তাঁর থেকে বয়সে ২ বছরের বড় এক মহিলার সঙ্গে তিনি প্রথম বার শা;রীরিক সম্পর্কে গিয়েছিলেন।

figure>

সেই সময়ে প্রথম বার ক;ন্ডোম ব্যবহার করেছিলেন তিনি। আর তাই পরবর্তীকালে সেই সংস্থার সঙ্গেই হাত মিলিয়েছিলেন রণবীর।

ক;ন্ডোম সংস্থার প্রচার করার সময়ে ২০১৫ সালে এক সাক্ষাৎকারে নিজেই এই তথ্য দিয়েছিলেন অভিনেতা। কেবল তাই নয়, ২০১৪ সালে অন্য এক সাক্ষা়ৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি সব সময়ে ক;ন্ডোম রাখেন পকেটে।

figure>

যাঁরা রাখেন না, তাঁদের জন্য রণবীরের পরামর্শ, ‘‘স;ঙ্গমের সময়ে সাবধানতা অবলম্বন করতে পকেটে সব সময়ে ক;ন্ডোম রাখা উচিত।’’

রণবীরের মতে, যদি কোনও পণ্যের প্রচার করতেই হয়, তবে তা ক;ন্ডোম হওয়া উচিত। তিনি কারণ হিসেবে বলেন, ‘‘যৌ;ন বাহিত রোগ, এ;ইচআ;ইভি বা অনিচ্ছা থাকা সত্ত্বেও গ;র্ভধারণ করা— ইত্যাদি ঘটনার থেকে দূরে থাকতে হলে নিজের কাছে সব সময়ে ক;ন্ডোম রাখা উচিত।’’

figure>

২০১৯ সালে এক জাতীয় সংবাদ সংস্থার মাধ্যমে জানা গিয়েছিল, ২০১৪ সাল থেকে তিনি যে ক;ন্ডোম সংস্থার সঙ্গে যুক্ত হয়েছিলেন, তা ছেড়ে দেওয়ার পিছনে তাঁর স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের যোগ রয়েছে।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রণবীর তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার ফলে অভিনেতার সঙ্গে আর কাজ করা যায়নি।

কিন্তু একইসঙ্গে বলা হয়েছিল, বিয়ে করবেন বলেই নাকি রণবীর ক;ন্ডোমের বিজ্ঞাপন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। দুটি ঘটনাই সেই সিদ্ধান্তের কারণ নাকি যে কোনও একটি? জানা যায়নি আজও।

figure>

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *