প্রকাশ্যে যশ এবং নুসরতের সাংসারিক অশান্তি! ট্রোল করতে থামলো না নিন্দুকরা

টলিউডের একটি জনপ্রিয় জুটি হলো যশরত। অর্থাৎ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত এবং তার স্বামী জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। তাদের দুজনকে নিয়ে প্রায় দিন নানা রকম চর্চা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। এবার কিনা তাদের মধ্যেই প্রকাশ্যে কোন্দল!

এমন প্রকাশ্যে ঘটেছে যে সকলেই জানতে পেরেছে আবার সেই সঙ্গে নাকি তাদের প্রতিদিনের সকালটা এমন ভাবেই শুরু হয় সেটাও জানিয়েছেন দুজনে।

তবে তাদের মধ্যে নাকি সব সময় সবকিছু ঠিক থাকে এমনটাই জানতো ভক্তরা তবে এবার তাদের মধ্যে এমন কি ঘটলো! তাদের মধ্যে সবকিছু ঠিক থাকলেও কফির বিষয়ে নাকি একরোখা। আসলে যশ এবং নুসরাত দুজনেই কফি প্রেমী। তাই প্রতিদিনই সকালেই হবে চিতে দিতে এই নিত্য ঝামেলা। কেউই কারুর ভাগ ছাড়তে চান না।

প্রশমত এই মুহূর্তে যশ এবং নুসরাত দুজনেই নিজেদের কর্মজীবনের দারুন ব্যস্ত। একের পর এক কাজ রয়েছে তাদের। খুব শীঘ্রই দিব্যা খোসলা কুমারের বিপরীতে ‘ইয়ারিয়ান ২’তে অভিনয় করতে দেখা যাবে টলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *